ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রের দীক্ষা নিন ॥ চীনকে তাইওয়ানের পরামর্শ

প্রকাশিত: ০৩:৩৭, ৫ জুন ২০১৭

গণতন্ত্রের দীক্ষা নিন ॥ চীনকে তাইওয়ানের পরামর্শ

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তাদের কাছ থেকে চীনকে গণতন্ত্রের দীক্ষা নিতে পরামর্শ দিয়েছেন। রবিবার তিয়েনআনমেন স্কয়ারে চীনের গণতন্ত্রপন্থীদের দমনাভিযানের ২৮তম বার্ষিকীতে ফেসবুক ও ট্যুইটারে করা মন্তব্যে এসব পরামর্শ দেন সাই। খবর ইয়াহু নিউজের। চীনকে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করারও প্রস্তাব দিয়ে সাই বলেন, চীন ও তাইওয়ানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গণতন্ত্র ও স্বাধীনতায়। রবিবার নিজের ফেসবুক পেজে চীনা ভাষায় এবং টুইটারে ইংরেজী ভাষায় এসব মন্তব্য করেন তিনি। ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে সমবেত সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চালায় চীনের নিরাপত্তা বাহিনী। এ সময় কয়েক হাজার লোক হতাহত হয়। গ্রেফতার হয় আরও শত শত মানুষ। চীনের মূল ভূখ-ে দিবসটি কখনও প্রকাশ্যে পালন করতে দেয়া না হলেও প্রতিবছরই দিবসটি পালন করে আসছে হংকং এবং তাইওয়ান। রবিবার বিকেলে হংকংয়ের হাজার হাজার লোক জমায়েত হয়ে তিয়েনআনমেন দিবসটি স্মরণ করার কথা। এটি চীনের একমাত্র স্থান যেখানে দিবসটি উপলক্ষে হাজার হাজার লোক জড়ো হতে পারে। সাইয়ের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলে চীনের তাইওয়ান সম্পর্কিত দফতর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তিয়েনআনমেন দিবসের বার্ষিকীতে সাই আরও বলেন, ‘আমার বিশ্বাস, তাইওয়ানের অভিজ্ঞতা ধার করলে চীনের গণতান্ত্রিক সংস্কারের যন্ত্রণা অনেক কমে যাবে। যখন গণতন্ত্র আপনার সামনে থাকবে, কোন দেশই পেছনে ফিরতে পারবে না।’ বর্তমানে চীনের সঙ্গে তাইওয়ানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই সময়টিকেই এসব পরামর্শ দেয়ার জন্য বেছে নিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। সাই এবং তার ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টিকে বিশ্বাস করে না চীন। জলবায়ু চুক্তি সুরক্ষা ম্যাক্রোঁর উদ্যোগের প্রতি ব্লুমবার্গের সমর্থন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা জন্ম দেয়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্যতম ধনকুবের ও জলবায়ু চুক্তির সমর্থক মাইকেল ব্লুমবার্গ শুক্রবার ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের শহর; কর্পোরেশন ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে প্যারিস জলবায়ু চুক্তির সমর্থনে তার সংহতি প্রকাশ করেন। খবর-এএফপি যুক্তরাষ্ট্রের প্রত্যাহার সত্ত্বেও প্যারিস জলবায়ু চুক্তিকে সুরক্ষা ও সমুন্নত রাখার লক্ষ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, যে উদ্যোগ গ্রহণ করেন-তার ডাকে সাড়া দিয়ে ব্লুমবার্গ এক অঘোষিত সফরে ফ্রান্সের এলিসি প্রাসাদে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এলিসি প্রাসাদের এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লুমবার্গ বলেন, এর মাধ্যমে আমি বিশ্বকে জানাতে চাই যে, মার্কিন সরকার জলবায়ু চুক্তি থেকে দূরে সরে যেতে পারে কিন্তু মার্কিন জনগোষ্ঠী এই চুক্তির প্রতি একাত্মতা প্রকাশ করছে এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করবই। প্যারিসে ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার আগে ব্লুমবার্গ প্রথমে উদ্যোগী হয়ে যুক্তরাষ্ট্রের দু’টি রাজনৈতিক দল কেন্দ্রিক ব্যবসায়ী নেতৃবৃন্দ, গবর্নর, মেয়র ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে জাতিসংঘে জমা দেয়ার জন্য প্যারিস জলবায়ু চুক্তির সমর্থনে একটি সম্মতিপত্রে স্বাক্ষর সংগ্রহ করেন।
×