ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল

শেখ জামালকে হারিয়ে ফাইনালে ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৭:৫৭, ৪ জুন ২০১৭

শেখ জামালকে হারিয়ে ফাইনালে ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ধানম-ি ডার্বিতে জিতলো ঢাকা আবাহনী লিমিটেড। ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে তারা ১-০ গোলের কষ্টার্জিত জয়ে গত আসরের মতো এবারও নাম লেখাল ফাইনালে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের সেমির দ্বৈরথে ৯ বারের চ্যাম্পিয়ন আবাহনী ১-০ গোলে হারায় তিন বারের শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডকে। খেলার প্রথমার্ধের স্কোরলাইন ছিল গোলশূন্য। আগামী ৬ জুনের ফাইনাল হবে ‘অল-আবাহনী’। ঢাকা আবাহনীর প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। ৬৫ মিনিটে তিনবারের প্রচেষ্টায় কক্সিক্ষত গোল করে এগিয়ে যায় আবাহনী। বক্সের ভেতর আবাহনীর মিডফিল্ডার ইমন মাহমুদের শট ফিরিয়ে দেন জামাল গোলরক্ষক সামিউল ইসলাম। বল চলে যায় আবাহনীর ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের পায়ে। জটলা থেকে তার শট প্রতিপক্ষ ডিফেন্ডার ইয়াসিন খানের পায়ে লেগে গতিপথ পরিবর্তিত হয়ে চলে যায় আবাহনীর এমেকা ডার্লিংটনের পায়ে। সেই সুযোগ নষ্ট করেননি গত মৌসুমেই শেখ জামালের জার্সি গায়ে খেলা এই নাইজিরিয়ান ফরোয়ার্ড। দেখে শুনে ঠা-া মাথায় জালে বল পাঠিয়ে দিয়ে সতীর্থদের সঙ্গে মেতে ওঠেন উল্লাসে (১-০)। ম্যাচের শেষ সময়ে আবাহনীর জীবনের শট কোনক্রমে ফিস্ট করে দলকে বাঁচান জামালের গোলরক্ষক। কিন্তু ম্যাচ বাঁচাতে পারেননি। এক গোলে জিতে এবং ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে দ্রাগো মামিচের শিষ্যরা। আর হতাশা নিয়ে মাঠ ত্যাগ করে জোসেফ আফুসির শিষ্যরা।
×