ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিরুডের হ্যাটট্রিকে ফ্রান্সের বড় জয়

প্রকাশিত: ০৬:৫৫, ৪ জুন ২০১৭

জিরুডের হ্যাটট্রিকে ফ্রান্সের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স, চিলি এবং মেক্সিকো। নিজেদের মাটিতে ফ্রান্স ৫-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে প্যারাগুয়েকে। স্বাগতিক চিলি ৩-০ ব্যবধানে হারিয়েছে বুরকিনা ফাসোকে। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে মেক্সিকোর জয়টা ৩-১ গোলের। এছাড়াও অন্য প্রীতি ম্যাচগুলোতে বলিভিয়া ১-০ গোলে হারায় নিকারাগুয়াকে এবং নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়টাও একই ব্যবধানের। আগামী শুক্রবারেই বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ফ্যান্স। তার আগে প্রীতি ম্যাচে শক্তিশালী প্যারাগুয়ের মুখোমুখি হয় দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে এদিন পাত্তাই পায়নি লাতিন আমেরিকার দেশটি। ম্যাচের শুরু থেকেই এদিন দুর্দান্ত খেলে ফ্রান্স। ম্যাচ শুরুর ৬ মিনিটেই দারুণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের আনন্দে-উল্লাসে ভাসান অলিভিয়ের জিরুড। ১৩ মিনিটেই গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তার জোড়া গোলের সৌজন্যেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন জিরুড। সেইসঙ্গে নতুন এক ইতিহাসও গড়েন তিনি। ১৭ বছরের মধ্যে ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার অবিস্মরণীয় কীর্তি গড়েন জিরুড। তার আগে ২০০০ সালে ফ্রান্সের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন ডেভিড ট্রেজেগুয়েট। তারপরও থামেনি ফরাসীদের গোল উৎসব। ৭৬ এবং ৭৭ মিনিটে আবারও ঝড় তোলেন দিদিয়ের দেশমের শিষ্যরা। মাত্র দুই মিনিটের ব্যবধানেই প্যারাগুয়ের জালে দুইবার বল জড়ান টটেনহ্যাম হটস্পারের মোসা সিসোকো এবং এ্যাটলেটিকো মাদ্রিদের এ্যান্তনিও গ্রিজম্যান। এরপর আর কোন গোল না হলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। তবে এই ম্যাচ দিয়েই ফ্রান্সের জার্সি গায়ে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ইতিহাস গড়েন হুগো লোরিস। প্যারাগুয়ের বিপক্ষে এদিন ক্যারিয়ারের ৮৮তম ম্যাচ খেলতে নেমে টটেনহ্যামের এই গোলরক্ষক ইতিহাস রচনা করেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ফাবিয়েন বারথেজকে ছাড়িয়ে যান। ২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে লেস ব্লজদের জার্সিতে অভিষেক হয়েছিল লোরিসের। এরপর থেকে নিজের যোগ্যতা দিয়েই দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন তিনি। সম্প্রতি তিনি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ফ্রান্সের হয়ে চারটি বড় টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন ৩০ বছর বয়সী লোরিস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোচ দিদিয়ের দেশমকে আরেকটি শিরোপা উপহার দেবার আশা এখন লোরিসের। গোলরক্ষক হিসেবে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জনের পরে লিঁওর সাবেক এই গোলরক্ষকের সামনে এখন নতুন লক্ষ্য ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করা। ১৪২ ম্যাচ খেলে এই তালিকায় প্রথম স্থান অর্জন করে আছেন লিলিয়ান থুরাম। এদিকে মেক্সিকোর কাছে পাত্তা পায়নি রিপাবলিক অব আয়ারল্যান্ডও। মেক্সিকো ৩-১ গোলে পরাজিত করেছে তুলনামূলক দুর্বল শক্তির দল রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। স্বাগতিক মেক্সিকোর হয়ে গোল তিনটি করেন জেসাস কোরোনা, রাউল জিমিনেজ এবং কার্লোস ভেলা। আইরিশদের হয়ে সান্ত¡নার একটি গোল করেন বদলি হিসেবে মাঠে নামা স্টিফেন গ্লেসন।
×