ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিতে চান সাম্পাওলি

প্রকাশিত: ০৬:৫৪, ৩ জুন ২০১৭

আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিতে চান সাম্পাওলি

স্পোর্টস রিপোর্টার ॥ এডগার্ডো বাউজার পদত্যাগের পরই নামটা ঘুরপাক খাচ্ছিল। সময়ের তালে তালে তার নামটাই পাকাপোক্ত হয়। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও হয়ে গেছে। আগামী পাঁচ বছরের জন্য আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হয়েছেন চিলির জর্জ সাম্পাওলি। তার সর্বশেষ কর্মস্থল ছিল লা লিগায়। যেখানে কোচ হিসেবে ছিলেন সেভিয়ার। সেভিয়ার সঙ্গে আরও এক মৌসুম তার চুক্তি ছিল, কিন্তু বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাব জানিয়ে দেয় সাম্পাওলির ১৫ লাখ ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করা হয়েছে। এ কারণে আর্জেন্টিনার কোচ হতে তার কোন বাধা ছিল না। বুয়েন্স আয়ার্সের এজেইজায় অবস্থিত আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের সদর দফতরে হাজির হন সাম্পাওলি। আগে থেকেই আর্জেন্টিনার কোচ হওয়ার স্বপ্ন ছিল সাম্পাওলির। দায়িত্ব পাওয়ার পর বলেছেন স্বপ্নপূরুণের কথা, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার কাছে এ জায়গাটি ছিল আকাক্সিক্ষত। এএফএ প্রেসিডেন্ট ক্লাউডিও টাপিয়াকে ধন্যবাদ জানাই তার ধৈর্যের জন্য। এখন আমার প্রধান কাজ আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত করা। ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি। তবে সাম্পাওলির মূল দায়িত্ব এখন রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে খেলানো। কারণ লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে বাজে অবস্থায় আছে আর্জেন্টিনা। পয়েন্ট তালিকায় মেসিদের অবস্থান পঞ্চম। রাশিয়া বিশ্বকাপ খেলতে হলে বাকি তিন ম্যাচই জিততে হবে তাদের। আশা দেখছেন নতুন কোচ সাম্পাওলি। বলেন, ২০২২ বিশ্বকাপ পর্যন্ত আমার চুক্তি। আমি আশাকরি আর্জেন্টিনার জনগণের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু করতে পারব।
×