ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক রশিতেই শিশুসহ মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৩৩, ৩ জুন ২০১৭

এক রশিতেই শিশুসহ মায়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে একই রশিতে শিশুকন্যাসহ আত্মহত্যা করেছেন মা। বোচাগঞ্জ থানার ওসি জানান, বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের পার্বতীপুর গোসাই গ্রামে বৃহস্পতিবার রাতে একই রশিতে ২ বছরের শিশুকন্যা অষ্টমী রানীকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেছেন মা জ্যোতিকা রানী (২৩)। জ্যোতিকা সনাতন রায়ের স্ত্রী। এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণেই স্বামীর উপর অভিমান করে শিশুকন্যাসহ জ্যোতিকা আত্মহত্যা করেন। তুচ্ছ ঘটনায় দম্পতিকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর,২ জুন ॥ মির্জাপুরে তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার সকালে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে এ ঘটনা ঘটে। আহত তুলা মিয়া ও তার স্ত্রী উজালা বেগমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বাওয়ার কুমারজানী গ্রামের মোস্তফার স্ত্রী নাছিমার সঙ্গে পাশের গ্রাম কাদিম দেওহাটার আব্দুল গফুর মিয়ার বাড়ির মহিলাদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি ঝগড়ায় রূপ নিলে প্রতিবেশী তুলা মিয়া ও তার স্ত্রী উজালা বেগম ঝগড়া থামাতে যান। এ সময় কাদিম দেওহাটা গ্রামের আব্দুল গফুরের ছেলে পারভেজ ওরফে বড় বাবু ও তার স্ত্রী, ছোট ভাই ছোটবাবু ও বোন নুনু বেগম ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ তিস্তা নদীর অববাহিকার চরাঞ্চলগুলোতে চলতি মৌসুমে প্রায় তিন শ’ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। বর্তমানে বাদাম তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান ও পাটের আবাদে ব্যাপক ক্ষতি হলেও বাদামের আবাদে প্রভাব পড়েনি। আবহাওয়া অনূকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় বাদামের ফলন হয়েছে ভাল। রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলার চর, শিয়াল খাওয়ার চর, তৈয়বখাঁর চর, গাবুরহেলান, আনন্দ বাজার, নাজিমখান ইউনিয়নের রতিদেব চর, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের রামহরি, চর খিতাবখাঁ, ছিনাই ইউনিয়নের কালুয়ার চরসহ চরাঞ্চলে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে সবুজ বাদামগাছের সমারোহ। অভিনব পন্থায় ফেনসিডিল বহন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলার সীমান্ত দিয়ে অভিনব কায়দায় কনডমের ভেতর ভরে নদীতে ভাসিয়ে নিয়ে আসা হচ্ছে ফেনসিডিল। লেবেল যাতে নষ্ট না হয় তাই এ অভিনব পন্থা বেছে নিয়েছে চোরাচালানীরা। অভিনব পদ্ধতিতে ফেনসিডিল পাচার করে নিয়ে আসার সময় বাঘা থানা পুলিশ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে বাঘারবড় ছয়ঘটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কনডমের ভেতরে ভরা ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ফেনসিডিল বহনে ব্যবহৃত টিনের ঢোপও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, পাবনার শিবরামপুরের রনি ও একই জেলার সিঙ্গা এলাকার মাজেদুল হক।
×