ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়িতে হামলা করে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা ॥ আটক তিন

প্রকাশিত: ০৬:৩২, ৩ জুন ২০১৭

বাড়িতে হামলা করে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা ॥ আটক তিন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২ জুন ॥ বাড়িতে হামলা করে মেয়েকে অপহরণের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে বাবা-মেয়ে গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত বাবা বিনয় বিশ্বাস (৪৫) ও মেয়ে রুমা বিশ্বাসকে (১৬) মাগুরা ২৫০ শষ্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্য রাতে সদর উপজেলার আঠারখাদা ইউপির গোপিনাথপুর গ্রামে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সজিব, সবুজ, লিটন তিনজনকে গ্রেফতার করেছে। ছাত্রীর বাবা বিনয় বিশ্বাস জানান, বখাটে যুবক সজিব, নামুলসহ একটি গ্রুপ তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। স্কুলে যাতয়াতের পথে তারা তার হাত ও উড়না ধরে টানাটানি করে আসছে। মেয়ে আতঙ্কের মধ্যে স্কুলে যাতায়াত করেছে। আগে এ ঘটনায় তিনি তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন। কিন্তু এলাকার মানুষের চাপে পরে তিনি মামলা তুলে নেন। এর পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। বৃহস্পতিবার গভীর রাতে ৭-৮ সন্ত্রাসী অস্ত্রসহ তার মেয়েকে তুলে নিতে তার বাড়িতে আসে। এ সময় বাধা পেয়ে তারা তাকে ও তার মেয়েকে কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চট্টগ্রামে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিম্নমানের উপকরণ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরির অপরাধে চট্টগ্রামে একটি রেস্তরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মূল্য তালিকা না রাখায় এবং প্রকৃত ও তালিকায় উল্লেখ করা মূল্যের মধ্যে গরমিল থাকায় চার মুদি দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। জানা যায়, নগরীর হালিশহর এলাকায় ‘মুখরুচি’ নামের একটি রেস্তরাঁয় পাওয়া যায় একসপ্তাহের পুরনো পোড়া তেলে ইফতার সামগ্রী তৈরির চিত্র। আদালত এ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে। এছাড়া স্টিলমিল বাজারে চারটি মুদি দোকানে পাওয়া গেছে মূল্য তালিকার সঙ্গে প্রকৃত তালিকার গরমিল। এগুলোর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জামায়াত নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নাশকতা ও সরকারী কাজে বাধা দানের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হান্নান নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া পৌরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হান্নান উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের আমির। পুলিশ জানায়, হান্নান সরকারী কাজে বাধা দান, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা তিনটি মামলার ওয়ারেন্ট আসামি। এমএএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ৫ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমএএস, এ্যাডভান্সড এম বি এ এম ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আগামী জুন থেকে ৮ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। -বিজ্ঞপ্তি
×