ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বানিয়ারচর চার্চে হামলার তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৬:১৯, ৩ জুন ২০১৭

বানিয়ারচর চার্চে হামলার তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলা ও হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তাঁরা অভিযোগ করেন, গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলার ১৬ বছর পার হয়েছে। গত ১৬ বছরে বার বার তদন্ত কর্মকর্তা বদল ছাড়া মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দাখিল করা হয়নি কোন চার্জশীট। এমন লোমহর্ষক হামলার সুরাহা না হওয়ায় দেশের খ্রীস্টান এলাকাগুলোতে একের পর এক হামলা, হত্যাকা-, ধর্ষণ, ভূমি লুণ্ঠনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করার সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। এতে খ্রীস্টান সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলার ১৬তম ও নাটোরের বনপাড়ায় সুনীল গমেজ হত্যাকা-ের প্রথম বার্ষিকী উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সন্ত্রাসকে না বলার প্রত্যয়ে’ বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ ও স্মরণ সভায় বক্তব্য রাখেন মোস্তফা লুৎফুল্লা, এমপি, বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সহসভাপতি বাবু মার্কুজ গমেজ ও মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, অধ্যাপক মেজবাহ কামাল, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, নির্মল চ্যাটার্জী, হিউবার্ট গমেজ, জেমস সুব্রত হাজরা, পংকজ গিলবার্ট কস্তা, এ্যাডভোকেট তাপস পাল প্রমুখ।
×