ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ মাসে দুয়েকটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০৬:১২, ৩ জুন ২০১৭

এ মাসে দুয়েকটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা)। এ মাসের প্রথমার্ধেই এই বায়ু সারাদেশে বিস্তার লাভ করতে পারে। তাতে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টিরও আশঙ্কা থাকছে। আবহাওয়া অধিদফতর জানায়, ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর গভীর সঞ্চালনশীল মেঘমালা দেখা যাচ্ছে। আগামী রবিবারের মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হতে পারে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোরা দুর্বল হওয়ার পর বুধবার রাঙ্গামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়ে। ঝড়ো হাওয়ার শঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দররের সতর্কতা সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা থাকে। এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
×