ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান ম্যারিনোর জালে গোলোৎসব আজ্জুরিদের

ইতালির জার্সিতে এক ম্যাচে নয়জনের অভিষেক

প্রকাশিত: ০৬:১৯, ২ জুন ২০১৭

ইতালির জার্সিতে এক ম্যাচে নয়জনের অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ এমন ঘটনা আর আছে কিনা সন্দেহ। এক ম্যাচে একই দলের নয়জন ফুটবলারের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ফুটবলে। অভিষেকেই আবার হ্যাটট্রিক করেছেন একজন। এমন বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে ইতালি। বুধবার রাতে প্রীতি ম্যাচে সান ম্যারিনোর বিরুদ্ধে দল নিয়ে এমন পরীক্ষানিরীক্ষা করেছেন আজ্জুরি কোচ। এর মূল কারণ শনিবারের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। যেখানে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলবে ইতালির ক্লাব জুভেন্টাস। এই ক্লাবটির বেশিরভাগ সদস্য নিয়েই ইতালি জাতীয় দল গড়া হয়। তাই সান ম্যারিনো ম্যাচে জুভেন্টাসের তারকা ফুটবলারদের স্কোয়াডেই রাখেননি কোচ জিয়ামপিয়েরো ভেনচুরা। ছিলেন না রোমা-এসি মিলানের অভিজ্ঞ ফুটবলারও। ফলে সান ম্যারিনোর বিরুদ্ধে ম্যাচে নয় অভিষিক্ত ফুটবলার দিয়ে সেরা একাদশ সাজান ইতালি কোচ। তবে এতে কোন ঝামেলা হয়নি। অভিষিক্ত জিয়ানলুকা লাপাডুলার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে দুই হালি গোল দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমপোলির স্টাডিও কার্লোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে ৮-০ গোলে হারিয়েছে ইতালি। বিজয়ী দলের হয়ে তিনটি গোল করেন লাপাডুলা। এছাড়া সান ম্যারিনোর জালে বল জড়িয়েছেন জিয়ানমারকো ফেরারি, আন্দ্রে পেটাগনা, মাটিয়া কালডারা ও মাটিও পলিতানো। ইতালির বাকি গোলটি এসেছে আত্মঘাতীর সৌজন্যে। নিয়মিত গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুজি বুফনের অনুপস্থিতিতে ইতালির অধিনায়কত্ব করেন সাসসোউলোর ফরোয়ার্ড ডোমেনিকো বেরারডি। অভিষেকে অধিনায়কের আর্মব্যান্ড পড়েন তিনি। লাপাডুলা হ্যাটট্রিক করার পথে গোলগুলো করেন ম্যাচের ১০, ১৯ ও ৫০ মিনিটে। শুরুতেই এমন নজরকাড়া পারফরমেন্স প্রদর্শন করতে পেরে উচ্ছ্বসিত তিনি। ২৭ বছর বয়সী এসি মিলানের এই ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রথম খেললাম জাতীয় দলের হয়ে। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। আমি বিশ্বাসই করতে পারছি না। আমি কৃতজ্ঞ কোচের কাছে। যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। একই রাতে আন্তর্জাতিক পীতি ম্যাচে জয় পেয়েছে হল্যান্ডেরও। মরোক্কোকে ২-০ গোলে হারায় ডাচরা। ২০১০ বিশ্বকাপের ফাইনালিস্ট দলটির পক্ষে একটি করে গোল করেন স্পাটাক মস্কোর মিডফিল্ডার কুইনসি প্রোমেস ও টটেনহাম হটস্পার স্ট্রাইকার ভিনসেন্ট জানসেন।
×