ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রেস ব্রিফিংয়ে খুলনা পুলিশের দাবি

প্রবাসীর ৩০ লাখ টাকায় মিঠুকে গুলি করে হত্যা করা হয়

প্রকাশিত: ০৬:৩০, ৩১ মে ২০১৭

প্রবাসীর ৩০ লাখ টাকায় মিঠুকে গুলি করে হত্যা করা হয়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যার রহস্য উদ্ঘাটন করার দাবি করেছে পুলিশ। হত্যাকা-ের কারণ, অর্থদাতা, পরিকল্পনাকারী এমনকি কিলারদের চিহ্নিত করার দাবি করে মঙ্গলবার পুলিশ প্রেসব্রিফিং করেছে। খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ দিদার আহমেদ মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে বলেন, শত্রুতা, পারিবারিক প্রতিহিংসা ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠুকে হত্যা করা হয়েছে। হত্যাকা-ে যুক্ত আসামিদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে এমন বিষয় বেরিয়ে এসেছে বলে তিনি দাবি করেন। চাঞ্চল্যকর হত্যাকা-ের প্রাথমিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের সামনে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডিআইজি মোঃ দিদার আহমেদ বলেন, ২৫ মে রাতে বিএনপি খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে কয়েক অস্ত্রধারী কালো পোশাক পরা অবস্থায় তার অফিস কক্ষে গুলি করে হত্যা করে। তাদের গুলিতে মিঠুর দেহরক্ষী নওশের আলীও মারা যায়। আহত হয় মিঠুর শ্বশুর ফজলুল আলম সেলিম ও অপর দেহরক্ষী শিমূল হালদার। এই মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতারের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। যারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে তারা হলোÑ শিমূল হাওলাদার (২৫), মুশফিকুর রহমান রিফাত (২৫) ও হাসনাত রিজভী মার্শাল। হাসনাত রিজভী মার্শাল বিএনপি ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব। তাদের দেয়া জবানবন্দীতে হত্যাকা-ে ব্যবহৃত শটগানসহ মোঃ তাইজুল ইসলাম রনিকে (২৫) গ্রেফতার করা হয়। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মিঠুকে হত্যার জন্য ফুলতলার অধিবাসী ড. মামুন রহমান প্রবাস থেকে অর্থায়ন করেছে। তিনি হত্যাকা-ে ৩০ লাখ টাকা দিয়েছেন, যা হাসনাত রিজভী মার্শালের মাধ্যমে কিলারদের কাছে পৌঁছেছে। এই মামুন ও মিঠু দুইজনই আগামীতে সংসদ সদস্য প্রার্থী হতে চেয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিঠুর বাবা সরদার আবুল কাশেমের হত্যার বিচার হয়েছে।
×