ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপার লীগে আবাহনী-দোলেশ্বর গুরুত্বপূর্ণ ম্যাচ আজ

প্রকাশিত: ০৭:১৩, ৩০ মে ২০১৭

সুপার লীগে আবাহনী-দোলেশ্বর গুরুত্বপূর্ণ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) সুপার লীগে আজ গুরুত্বপূর্ণ তিন ম্যাচ। তিন দল আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ২০ পয়েন্ট করে নিয়ে এখন শিরোপা লড়াইয়ে আছে সবচেয়ে এগিয়ে। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী-দোলেশ্বর ম্যাচের বিজয়ী দল অনেকখানি চলে যাবে শিরোপার কাছাকাছি। কারণ জয়ী দলের পয়েন্ট দাঁড়াবে ২২। একইভাবে ফতুল্লায় গাজীর বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের লড়াইয়ে থাকার জন্য জিততেই হবে। আজ হারলে তারা শিরোপার লড়াই থেকে ছিটকে যাবে। আর ইতোমধ্যেই লড়াই থেকে ছিটকে যাওয়া শেখ জামাল ধানম-ি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব বিকেএসপির চার নম্বর মাঠে নামবে অন্তত রানার্সআপ হওয়ার রেসে থাকার জন্য। গত লীগে আবাহনী চ্যাম্পিয়ন ও দোলেশ্বর রানার্সআপ হয়েছিল। এবারও এ দুটি দল অন্যতম দাবি চ্যাম্পিয়নশিপের জন্য। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে পরস্পরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল। লীগ পর্বে দু’দলের লড়াইয়ে আবাহনীকে ৪ উইকেটে পরাজিত করেছিল দোলেশ্বর। এবার প্রতিশোধ নেয়ার পালা আবাহনীর। আজ জিতলেই শিরোপা জয়ের অনেক কাছাকাছি পৌঁছে যাবে তারা ২২ পয়েন্ট নিয়ে। আর পরাজিত দল ২০ পয়েন্ট নিয়ে চাপে পড়বে। কারণ ওদিকে আরেক শিরোপার দাবিদার গাজী গ্রুপ যদি জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্টও দাঁড়াবে ২২। আর পরাজয়ের কারণে শিরোপা লড়াই থেকে ছিটকে যাবে প্রাইম ব্যাংক। কারণ ১৪ ম্যাচে ১৬ পয়েন্টই থাকবে তাদের। উল্লেখ্য, সুপার লীগে প্রতি দল ৫ ম্যাচ করে খেলবে। লীগ পর্ব ও সুপার লীগে খেলা মোট ম্যাচ শেষে পয়েন্টে এগিয়ে থাকা দলই শিরোপা জিতবে। সেদিক থেকে ১৪ পয়েন্ট করে থাকা মোহামেডান ও শেখ জামালের আর কোন সম্ভাবনাই নেই শিরোপা জয়ের। কারণ আজ আবাহনী-দোলেশ্বর ম্যাচে ফলাফল যাই হোক যেকোন একটি বা দুটি দলই (পরিত্যক্ত হলে) এগিয়ে থাকবে। সেক্ষেত্রে সব ম্যাচ জিতলেও ২০ পয়েন্টের বেশি হবে না মোহামেডান বা শেখ জামালের।
×