ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০২, ৩০ মে ২০১৭

টুকরো খবর

ভুয়া কবিরাজ গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ মে ॥ কাজল মিয়া (৩২) নামে এক প্রতারক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়রা নামাপাড়া এলাকার বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, কাজল মিয়া ওরফে কাজল কবিরাজ দীর্ঘদিন যাবত এলাকা ও আশপাশের সহজ-সরল লোকজনকে তাবিজ-কবচ দিয়ে এবং কোন কোন ক্ষেত্রে কুফরীর মাধ্যমে প্রতারণা করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতে পুলিশের একটি দল কাজল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওই ঘটনায় রাতেই এসআই জীবন বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। শিক্ষকের ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৯ মে ॥ সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক ও ইংরেজী বিভাগের বিভাগীয়প্রধান সদানন্দ গাইনের ওপর হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। সোমবার ভোরে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। সদানন্দ গাইন জানান, সোমবার ভোরে হাঁটতে বের হলে ভোর ৬টার দিকে কারাগারের সামনে এক যুবক হামলা করে রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই ইয়াবা বিক্রেতার সাজা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ মে ॥ শ্রীবরদীতে ইয়াবা বিক্রির অপরাধে ২ মাদক বিক্রেতাকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলোÑ মুন্সীপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৩৮) ও ছনকান্দা গ্রামের নুরজামাল (৩৫)। জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে সোমবার সকালে ৪০ ইয়াবাসহ সাইফুল ইসলাম ও ছনকান্দা গ্রাম থেকে নুরজামালকে ৪০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
×