ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে দুই সপ্তাহে ১৫টি বাল্য বিয়ে

প্রকাশিত: ০৫:৩৭, ২৬ মে ২০১৭

বাউফলে দুই সপ্তাহে ১৫টি বাল্য বিয়ে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ মে ॥ পটুয়াখালীর বাউফলে গত দুই সপ্তাহে ১৫টি বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। এসব কিশোরী বধূর বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। গত সোমবার বগা ইউনিয়নের হোগলা গ্রামে ১৫তম বাল্যবিয়েটি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ বিয়েটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও ঝামেলা এড়াতে গোপনে বিয়েটি সম্পন্ন হয়। বর বগা বন্দরে ব্যবসা করেন। এর আগে নওমালা ইউনিয়নের নগরেরহাট ও পূর্ব নওমালা গ্রামের দুই ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে। ধুমধাম করে এ দুইটি বিয়ে সম্পন্ন হয়। ওই দুই ছাত্রী এ বছর নওমালা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। এ ছাড়াও দাশপাড়া গ্রামে ১৩ বছর বয়সী ৭ম শ্রেণীর এক সংখ্যালঘু কিশোরী বিয়ে সম্পন্ন হয়েছে। ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের অপর এক কিশোরীর বিয়ে হয়েছে গণপূর্ত বিভাগের এক উপসহকারী প্রকৌশলীর সঙ্গে। এ ছাড়াও মদনপুরা, আদাবাড়িয়া, কালাইয়া ও সূর্যমনি গ্রামে সব মিলিয়ে গত দুই সপ্তাহে ১৫টি বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। উপজেলা ও থানা প্রশান এসব বাল্যবিয়ে সম্পর্কে অবহিত থাকলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সম্প্রতি হাইকোর্ট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় এসব বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়নি। কচ্ছপের যতœ সম্প্রতি সিঙ্গাপুরে বিরল প্রজাতির দুটি হকসবিল কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সেখানেই রুটিনচেকের অংশ হিসেবে এই কর্মী একটি কচ্ছপের ওজন পরিমাপ করেন- এএফপি প্রাণীর মেলা সিঙ্গাপুরের চিড়িয়াখানা কর্তৃপক্ষ আগামী মাসে রেপটোপিয়া প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। চিড়িয়াখানায় বৃহস্পতিবার মিডিয়া প্রিভিউ চলাকালে অপরূপ ভঙ্গিতে রাজকীয় শিংয়ের গিরগিটি -এএফপি
×