ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মেসির আপীল খারিজ

প্রকাশিত: ০৬:২৫, ২৫ মে ২০১৭

মেসির আপীল খারিজ

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃসময়ের মধ্যেই থাকতে হচ্ছে লিওনেল মেসিকে। কর ফাঁকি মামলার বিরুদ্ধে তার করা আপীল খারিজ করে দেয়া হয়েছে। বুধবার স্প্যানিশ সুপ্রীমকোর্ট মেসির আপীল খারিজ করে দিয়েছে। এর ফলে নতুন করে ঝামেলার মুখে পড়তে যাচ্ছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। মামলা থেকে বাঁচতে তাকে নিয়মিতই আদালতের দরজায় যেতে হবে। আপীল খারিজ করা হলেও মেসির শাস্তি কিছুটা কমেছে। সুপ্রীমকোর্ট আর্জেন্টাইন অধিনায়কের শাস্তির মেয়াদ কমিয়ে ১৫ মাসে নামিয়ে এনেছে। অন্যদিকে মেসির জরিমানার পরিমাণ কমিয়ে ১৩ মিলিয়ন ইউরো এবং তার বাবার জরিমানাও কমিয়ে সমান পরিমাণে আনা হয়েছে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৪১ লাখ ইউরো কর ফাঁকি দেয়ার অপরাধে গত বছর মেসি ও তার বাবাকে ২১ মাসের জেলের সাজা দেন স্প্যানিশ আদালত। তবে জেলে যেতে হয়নি মেসি ও তার বাবাকে। স্প্যানিশ নিয়ম অনুযায়ী প্রথম অপরাধের ক্ষেত্রে সাজার মেয়াদ দুই বছরের কম হলে সাধারণত জেলে যেতে হয় না। রিয়ালে নতুন ‘নেইমার’ স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আমেরিকার অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করেন ব্রাজিলের উঠতি তারকা ভিনসিয়াস জুনিয়র। দেশকে করান চ্যাম্পিয়ন। তখন থেকেই তাকে পেতে মরিয়া ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। ভিনসিয়াসকে পেতে মুখিয়ে ছিল ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। বেয়ার্ন মিউনিখের ডিরেক্টর কার্ল হেইঞ্জ রুমেনিগেও তার বড় গুণমুগ্ধ। এমনকি বার্সিলোনার স্কাউটরাও তার ওপর চোখ রাখছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিনসিয়াসকে দলে টেনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ‘নতুন নেইমার’ আখ্যা পাওয়া এই উঠতি তারকাকে ফ্লেমেঙ্গো থেকে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ২০১৮ সালের জুলাইয়ে ভিনসিয়াস জুনিয়রের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তার ওপর অধিকার স্থাপন হবে তাদের। এর ব্যতিক্রম না ঘটলে ২০১৯ সালের জুলাই পর্যন্ত ব্রাজিলেই থাকবেন ‘নতুন নেইমার’। জানা গেছে, ৩৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সান্টিয়াগো বার্নাব্যুর দলটির অধিকারভুক্ত হয়েছেন ১৬ বছর বয়সী ভিনসিয়াস। অবাক করা বিষয় হলোÑ এখন নেইমারের পর ব্রাজিল থেকে দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনা ফুটবলারে পরিণত হয়েছেন ভিনসিয়াস। এবারের দক্ষিণ আমেরিকান অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপ দিয়ে ইউরোপের নজর কাড়েন ভিনসিয়াস। চিলিতে অনুষ্ঠিত আসরে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেন তিনি। ৭ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব জয় করেন।
×