ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শচীন : আ বিলিয়ন ড্রিমস

প্রকাশিত: ০৬:২২, ২৫ মে ২০১৭

শচীন : আ বিলিয়ন ড্রিমস

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার মুক্তি পাচ্ছে গ্রেট শচীন টেন্ডুলকরের জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘শচীন : আ বিলিয়ন ড্রিমস’। প্রায় সাত বছর হলো ক্রিকেট থেকে অবসর নেয়ার আগেই প্রথম যখন এই বায়োপিকের জন্য প্রস্তাব পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের বরপুত্র তখন ঠিক বুঝে উঠতে পারেননি মানুষ কেন তাকে নিয়ে তৈরি সিনেমা দেখবে। বলেছিলেন, তার জীবন মানে তো চার-ছক্কা, সেঞ্চুরি, কখনও দলকে জেতাতে পারা, কখনও না পারা- এর সবই তো দেখা হয়ে গেছে। সিনেমাটি তৈরি হওয়ার পর এখন দেখা যাচ্ছে তাতে এমন অনেক কিছুই স্থান পেয়েছে যা মানুষ আগে কখনও দেখেনি। বিশেষ করে মাঠের বাইরে ব্যক্তি জীবনে ঘটে যাওয়া ঘটনা। ‘২০১২ সালে রবি বাগচাঁদকা (প্রয়োজক) যখন আমার সঙ্গে দেখা করে ফিল্মের প্রস্তাব দেয় আমি বলে দিয়েছিলাম, আমার দ্বারা অভিনয় হবে না। প্রস্তাবে হ্যাঁ- বলতে অনেক সময় লেগেছিল।’ মুম্বাইয়ে সিনেমার প্রচারণা অনুষ্ঠানে বলেন শচীন। ব্যাটিং জিনিয়াস মনে করেন, তার জীবনের ওপর কাল্পনিক কোন ফিল্ম বানানো সম্ভব ছিল না। তার ভাষায় : ‘আসলে আমার ক্রিকেট জীবনে যা ঘটছে তা সবাই জানত। আমি কোন ম্যাচে ৫৫ রান করলেও সবাই তা জেনে যেত। আমি তো ফিল্মে ৫৫ রানটাকে ১৫৫ করতে পারতাম না। রবি তখন আমাকে বলেছিল, সবকিছুই বাস্তব থেকেই নেয়া হবে।’ বাইশ গজে তার পারফর্মেন্স ভক্তদের কাছে অজানা নয়। তাহলে এই ফিল্মে বাড়তি কি পাওয়া যাবে? ক্রিকেট ঈশ্বরের মতে, এটি দেখলে বোঝা যাবে ওই সময় তার মনের মধ্যে কি চলত। শচীন বলেছেন, ‘সবাই দেখেছে আমি রান করছি বা ব্যর্থ হচ্ছি। কিন্তু কেউ জানে না, তখন আমার মনের মধ্যে কি চলত। সেসব নিয়ে কথা বলেছি। আমার পরিবার আমাকে নিয়ে কথা বলেছে। আমার মা, বোন, ভাই, স্ত্রী অঞ্জলি সবাই আমার সম্পর্কে বলেছে। আমার ছেলে-মেয়ের সঙ্গে আমার সম্পর্ক, আমার কিছু পারিবারিক ভিডিও, যা আজ পর্যন্ত বাইরের কেউ দেখেনি, সেসব এই ফিল্মে দেখা যাবে।’ সিনেমার বিশেষ বিশেষ অংশ পুত্র অর্জুন ও কন্যা সারাকে দেখানো হয়েছে। প্রিয় সন্তানদের এই বায়োপিক বেশ পছন্দ হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘পুরো বিশ্বের কাছে আমি ক্রিকেটার হলেও ওদের কাছে আমি ওদের বাবা। তাই ওরা এই ছবি দেখে কি বলে তা জানা প্রয়োজন ছিল। যখন জানলাম অর্জুন-সারার ছবিটা ভাল লেগেছে, তখন বুঝলাম জেমস আর্সকিন (কাহিনীকার ও পরিচালক) খুব ভাল কাজ করেছে।’ পুত্র ও কন্যাকে দেখানোর পর এবার সিনেমাটি তিনি তার ক্রিকেটগুরু রমাকান্ত আচরেকরও দেখাতে চান, ‘আজই (বুধবার) ছবিটা দেখবেন স্যার। তাকে বাদ দিয়ে তো ক্রিকেটার শচীনের জীবন কল্পনা করা যায় না।’ উল্লেখ্য, ২০১৩ সালের নবেম্বরে অবসর নেন বর্তমানে ৪৪ বছর বয়সী গ্রেট শচীন রমেশ টেন্ডুলকর।
×