ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ মে ২০১৭

ভালুকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশালে মঙ্গলবার রাতে ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধে আশরাফুল (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশ পাঁচ ডাকাতকে আটক করে। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ত্রিশালের কাঁঠাল বাজারের পাশে বাঘাইছড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি খবর জানতে পেরে গোয়েন্দা পুলিশের দল মঙ্গলবার রাতে অভিযান চালায়। অভিযানকালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ বাঘাইছড়ি গ্রামের আশরাফুলসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশ। আহত আশরাফুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ও আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজি। পুরোহিতদের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ মে ॥ বুধবার সকাল ১০টায় নওগাঁ সেবাশ্রম সংঘের মিলনায়তনে হিন্দু আইন ও পূজা পদ্ধতি বিষয়ে পুরোহিতদের প্রশিক্ষণ কর্মসূচীর (২য় ব্যাচ) উদ্বোধন করা হয়। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত, সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শুভাশীষ ঘোষ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহীর এসআরএসসিপিএস কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা সিধেন চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগি¦জয়ানন্দজী মহারাজ, প্রকৌশলী গুরুদাস দত্ত ও অধ্যক্ষ প্রনব রঞ্জন বসাক। নিরাপদ সড়ক দাবিতে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৪ মে ॥ সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে। জেলা প্রশাসক হুমায়রা বেগম, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক আবদুর রশিদ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুন, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের লোকদের অংশগ্রহণে রোড ট্রান্সপোর্ট অথরিটি ‘বিআরটিএ’-এর উদ্যোগে র‌্যালিটি সদর উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
×