ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়ান বাস্কেটবলে রানার্সআপ বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৯, ২৪ মে ২০১৭

সাউথ এশিয়ান বাস্কেটবলে রানার্সআপ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে (পুরুষ) রানার্সআপ হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ যা ছিল ‘অলিখিত ফাইনাল।’ ভারতের কাছে ১৪২-৭১ পয়েন্টে হারে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ায় ভারত আগামী আগস্টে লেবাননে অনুষ্ঠিতব্য ফিবা এশিয়া কাপের চূড়ান্তপর্বে খেলবে। বাংলাদেশ দল আজ দুপুর ১টায় বিমানযোগে ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশ দল রানার্সআপ হওয়ায় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেয়ার জন্য ফেডারেশনের সদস্যরা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন। বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন : মিঠুন বিশ্বাস, শামসুজ্জামান খান, সাইফুল ইসলাম, আতাউর রহমান, আবদুল ওয়াদুদ, সালাহউদ্দিন, মশিউর রহমান, নাঈমুর রহমান লিংকন, মাহমুদুল হাসান শাওন, শাহানুর রহমান সজিব এবং রোমেল রাসা গোমেজ। কোচ মিজানুর রহমান। স্কুল রাগবি শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল রাগবি প্রতিযোগিতা। ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত এবারের প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২ স্কুল অংশ নিচ্ছে। সেন্ট গ্রেগরি স্কুল, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, আলী আহমদ স্কুল, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, শহীদ নবী উচ্চ বিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল, সানশাইন প্রিক্যাডেট হাইস্কুল, হায়দার আলী স্কুল, হাজী আকন্দ আলি হাইস্কুল, বেরাইদ মুসলিম হাইস্কুল, আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয় ও মৈনারটেক উচ্চ বিদ্যালয়। চারটি গ্রুপের সেরা দল নিয়ে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার খেলা সেভেন সাইড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আগামী বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়া পরিদফতরের পরিচালক ড. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জনসংযোগ প্রধান শাহজাদা বসুনিয়া।
×