ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

নজরুল জন্মোৎসব অনুষ্ঠান আজ শুরু

প্রকাশিত: ০৫:৫০, ২৪ মে ২০১৭

নজরুল জন্মোৎসব অনুষ্ঠান আজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ কাল বৃহস্পতিবার দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের কবি নজরুলের ১১৮তম জন্মবার্ষিকী। সরকার-বেসরকারীভাবে বহুমাত্রিক আনুষ্ঠানিকতায় উদ্যাপিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। নজরুলজয়ন্তী উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে থাকবে নানা আয়োজন। সেই সুবাদে কবির জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুলচর্চা ও গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমি। নজরুলের অবিনাশী গান ও তার সৃষ্টিকর্মের ওপর আলোকপাতে সাজানো এ আয়োজনের সূচনা হবে আজ বুধবার শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। এ উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করে নজরুল একাডেমি। এতে দুইদিনের অনুষ্ঠানমালার বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান। একাডেমির কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন খানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক রেজা মতিন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, নজরুলজয়ন্তীর দুইদিনের এ অনুষ্ঠানমালায় কবির জন্মবার্ষিকী উদ্্যাপনের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক নজরুলকে বাংলাদেশে নিয়ে ৪৫তম বার্ষিকী উদ্্যাপন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নজরুল একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নজরুল একাডেমির পত্রিকার ৪৪তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেনÑ লেখক ও বরেণ্য কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান। অনুষ্ঠানে নজরুলচর্চা ও একাডেমির অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকপ্রাপ্ত ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক আবদুল গফুরকে নজরুল একাডেমি সংবর্ধনা দেয়া হবে। নজরুলের সৃষ্টিকর্ম ও তার জীবন দর্শনবিষয়ক আলোচনায় অংশ নেবেন তমদ্দুন মজলিসের সভাপতি ও সাবেক কূটনীতিক ড. মুহাম্মদ সিদ্দিক। সভাপতিত্ব করবেন কবি, শিক্ষাবিদ, লোকবিজ্ঞানী ও একাডেমির সভাপতি ড. আশরাফ সিদ্দিকী। আলোচনা শেষে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে সঙ্গীত পরিবেশন করবেন বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত শিল্পী ও একাডেমির শিল্পীবৃন্দ। কাল বৃহস্পতিবার একই স্থানে একই ভেন্যুতে একই সময়ে অনুষ্ঠিত হবে নজরুলজয়ন্তীর সমাপনী আয়োজন। এদিন কবির জন্মদিন উদ্্যাপনের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখবেনÑ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, কবির নাতনি ও একাডেমির নির্বাহী সদস্য খিলখিল কাজী এবং সার্ক কালচারাল সোসাইটির নির্বাহী সভাপতি এ টি এম মমতাজুল করিম। সমাপনী আয়োজনে নজরুলচর্চা ও একাডেমির অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ একাডেমির গবেষণা ও প্রকাশনা সম্পাদক ম. মীজানুর নজরুল একাডেমি সম্মান প্রদান করা হবে। এদিনের আলোচনা পর্বে অংশ নেবেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জাকীর হোসেন। সভাপতিত্ব করবেন নজরুল অনুরাগী ও একাডেমির সহ-সভাপতি মুহাম্মদ আবদুল মান্নান। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দের গান। একক কণ্ঠে গান শোনাবেন বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত শিল্পী ও একাডেমির শিল্পীবৃন্দ। এছাড়া একটি সম্মেলক সঙ্গীত পরিবেশনায় অংশ নেবেন একাডেমির সিরাজগঞ্জ জেলা শাখার ১০০ জন কণ্ঠশিল্পী। শায়লা সাবরীনের ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’ প্রকাশিত হলো প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শায়লা সাবরীন পলির পঞ্চম এ্যালবাম ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’। আটটি আধুনিক গানে সাজানো হয়েছে এ্যালবামটি। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত সঙ্গীত সংকলনটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া। সঙ্গীত সংকলনটির বিষয়ে আপন অনুভূতি প্রকাশ করেন শায়লা সাবরীন।
×