ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসিক মেয়রের সঙ্গে অস্ট্রেলীয় হাই কমিশনারের বৈঠক

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ মে ২০১৭

চসিক মেয়রের সঙ্গে অস্ট্রেলীয় হাই কমিশনারের বৈঠক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য অস্ট্রেলীয় উদ্যোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে সোমবার চসিক মেয়রের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি চট্টগ্রামে বিনিয়োগ বৃদ্ধিতে হাই কমিশনারের ভূমিকা প্রত্যাশা করেন। অস্ট্রেলিয়ান হাই কমিশনারের উদ্দেশ্যে চসিক মেয়র বলেন, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সমস্যাসহ নানাবিধ সমস্যা বিদ্যমান। চেষ্টা হচ্ছে চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে উন্নীত করার। সে লক্ষ্যে কর্মকা- পরিচালিত হচ্ছে। মেয়র হাইকমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোগ্রামখচিত ক্রেস্ট উপহার দেন। অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেন, চট্টগ্রাম বাংলাদেশ এবং এই অঞ্চলের প্রধান সমুদ্র বন্দর, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এখানকার জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কেও তার জানা আছে। তিনি এ শিল্পের ভবিষ্যত সম্ভাবনা ও বিশ্ব বাণিজ্যে এ শিল্পের ভূমিকা সম্পর্কে মেয়রকে অবহিত করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, সিটি মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম এবং সংর্শ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে স্ত্রী অঞ্জলী রানী সমদ্দার (৪৬)। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টায় জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কাজীশাহ গ্রামে। জানা গেছে, ওই গ্রামের দিনমজুর ঝন্টু সমাদ্দার (৫৫) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় সোমবার সকালে মারা যায়। মৃত্যুর শোক সইতে না পেরে ছয় সন্তানের জননী অঞ্জলী সমাদ্দার বেলা ১১টায় বিষপান করেন। তাকে (অঞ্জলী) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টায় অঞ্জলী রানী মারা যায়। কৃষি উপকরণ বিতরণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে জেলার ৯৩০ কৃষকের দিনব্যাপী প্রশিক্ষণ, ফলজ চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আইনজীবী আশুতোষ চাকমা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য, হার্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোয়াজ্জেল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক শহিদুল হক ভূইয়া। বাকৃবিতে সনদপত্র বিতরণ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণীকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলীর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, বিশেষ অতিথি ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মোঃ আবদুর রশীদ, পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. আশরাফ আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।
×