ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের স্কটিশ লজ্জা

প্রকাশিত: ০৬:৩০, ২৩ মে ২০১৭

লঙ্কানদের স্কটিশ লজ্জা

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল এখন ইংল্যান্ডে অথবা ইংল্যান্ডের পথে। মূল লড়াইয়ে নামার আগে যে যার মতো করে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। এমনি এক প্রস্তুতি ম্যাচে পুঁচকে স্কটল্যান্ডের কাছে বড় হারের লজ্জায় ডুবল বিশ্বের অন্যতম সেরা দল শ্রীলঙ্কা। পূর্ণশক্তি নিয়েও স্কটিশদের কাছে এ্যাঞ্জেলো ম্যাথুসরা হারল ৭ উইকেটের বিশাল ব্যবধানে! বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে টসে জিতে ব্যাট করেছিল শ্রীলঙ্কাই। ৪৯.৫ ওভারে ২৮৭ রানে অলআউট হয়ে যায় লঙ্কানদের সংগ্রহ। উপুল থারাঙ্গা ২০ রানে ফিরলেও আরেক ওপেনার কুশল পেরেরার ব্যাট থেকে আসে ৫৭ রানের ইনিংস। এছাড়া মিডল অর্ডারে দিনেশ চান্দিমাল ৭৯ ও চামারা কাপুগেদেরা ৭১ রান করেন। অধিনায়ক ম্যাথুসের ব্যাট থেকে আসে ১৫ রান। পরবর্তীতে তাদের বোলিং এতটাই সাদামাটা হয়েছে যে প্রায় তিন শ’র কাছাকাছি রানও স্কটিশদের আটকানোর জন্য যথেষ্ট ছিল না! দুই ওপেনার ম্যাথু ক্রস ও কাইল কোয়েটজারের সেঞ্চুরিতেই আসে ২০১ রান! ক্রস ১২৩ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১০৬ রানে ছিলেন অপরাজিত। উল্টো দিকে কোয়েটজার ছিলেন আরও বিধ্বংসী। ৮৪ বলের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেয়ার আগে করেন ১১৮ রান। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৪টি ছক্কার মার। এই দুই ওপেনারের ব্যাটে ভর করেই ৪২.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। লঙ্কানদের হয়ে ১টি করে উইকেটনেন ম্যাথুস, থিসারা পেরেরা ও লক্ষণ সান্দাকান। আইসিসি পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটাই স্কটিশদের প্রথম জয়। যদিও আইসিসি কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক কোনো ম্যাচ ছিল না এটি। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কাকেই কিনা এবার উড়িয়ে দিল স্কটিশরা। করাচীতে ইউনুস-বরণ স্পোর্টস রিপোর্টার ॥ ইউনুস খান। পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান। দেশটির টেস্ট ইতিহাসে একমাত্র ১০ হাজার রানের মালিক। সদ্যসমাপ্ত উইন্ডিজ সফরে ডমিনিকা টেস্টের মধ্য দিয়ে অধিনায়ক মিসবাহ-উল হকের সঙ্গে তিনিও অবসর নিয়েছেন। সোমবার দেশে ফিরলে করাচীর বিমানবন্দর লোকে লোকারণ্য হয়ে ওঠে। ইউনুসকে বরণ করে নিতে ভক্ত-সমর্থকেরা ফুলের মালা, প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। ছিলেন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারাও। দৃশ্যত ৩৯ বছর বয়সী স্টাইলিশ উইলোবাজ যেন দিগি¦জয় করে ফেরা জাতীয় বীর।
×