ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ বছর পর চ্যাম্পিয়ন রিয়াল

প্রকাশিত: ০৬:২৬, ২৩ মে ২০১৭

পাঁচ বছর পর চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ অপেক্ষার পালা অবশেষে শেষ হলো। পাঁচ বছর পর স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ২০১৬-১৭ মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মালাগাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাক্টিকোরা। এটি রিয়ালের লা লিগায় রেকর্ড ৩৩তম ট্রফি। ২০১১-১২ মৌসুমে শেষবার লা লিগা জিতেছিল রিয়াল। এরপর গত পাঁচ বছরে অনেক শিরোপাই উঠেছে রিয়ালের শোকেসে। দুইবার চ্যাম্পিয়ন্স লিগ, একবার কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপÑ কোন শিরোপাই বাদ যায়নি। আক্ষেপ ছিল শুধু লা লিগা নিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে এই সময়ে শুধু হতাশাই পেতে হয়েছে তাদের। তবে এবারের মৌসুমে সেই আক্ষেপ দারুণভাবে ঘুচিয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। গত চারটি মৌসুমের তিনবারই লা লিগা শিরোপা জিতেছিল বার্সিলোনা। দ্বিতীয় স্থানে ছিল রিয়াল। এবার সেই সমীকরণটি উল্টে দিয়েছে তারা। এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে বার্সিলোনাও ৪-২ গোলে হারিয়েছে এইবারকে। তবে তাদের এই জয়টিকে ‘উপহার’ বললেও বাড়িয়ে বলা হবে না। কেননা ম্যাচে ৬২ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল এইবার। এর পর দলটির আনাড়িপনা ও রেফারির বদান্যতায় ম্যাচ জিতে নেয় কাতালানরা। তাতে অবশ্য লাভ হয়নি। রিয়াল জেতায় মেসি, নেইমার, সুয়ারেজদের রাজ্যের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। বলাবাহুল্য, মালাগার সঙ্গে রিয়াল ড্র করলেও চ্যাম্পিয়ন হতো তারা। সর্বসাকল্যে ৩৮টি করে ম্যাচ শেষে ৯৩ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে রিয়াল। আর দ্বিতীয় স্থানে থাকা বার্সার সংগ্রহ ৯০ পয়েন্ট। ২০১৩-১৪ মৌসুমের শিরোপাজয়ী অ্যাটলেটিকো এবার তৃতীয় স্থানে আছে ৭৮ পয়েন্ট নিয়ে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শিরোপা নির্ধারণী ম্যাচেও জ্বলে ওঠেন। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে দেন রিয়ালকে। মাঝমাঠ থেকে ইস্কোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে মালাগা গোলরক্ষককে কাটিয়ে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ সুপারস্টার। বিরতির পর ৫৫ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন রিয়ালের ফরাসী স্ট্রাইকার করিম বেঞ্জামা। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের হাতছানিও আছে রিয়াল মাদ্রিদের। এরই মধ্যে তারা পেয়ে গেছে ফাইনালের টিকিট। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে ইতালির শীর্ষ ক্লাব জুভেন্টাসকে হারাতে পারলেই শিরোপা উঠবে রিয়ালের ঘরে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লীগ থেকে আগেই ছিটকে পড়েছে বার্সিলোনা। লা লিগার শিরোপাটাও হারাতে হলো রিয়ালের কাছে। এখন শিরোপাবিহীন মৌসুমের হতাশায় ডুবতে না চাইলে বার্সাকে জিততে হবে কোপা ডেল রের শিরোপা। ফাইনালে হারাতে হবে আলাভেজকে। শিরোপা নিশ্চিত হওয়ার পর রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, পেশাদার জীবনে এটা আমার সবচেয়ে আনন্দের দিন। খেলোয়াড় হিসেবে আমার এই অভিজ্ঞতা আছে। আর সে কারণেই দিনটিকে সবচেয়ে আনন্দের হিসেবে দেখছি। কারণ কোচ হিসেবে অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। এই ক্লাব ও জার্সির হয়ে আমি সবকিছু জয় করেছি, কিন্তু লা লীগা শিরোপা জয় সবকিছুর উর্ধে। ন্যু ক্যাম্পে বার্সা কোচ লুইস এনরিকের জন্য দিনটি ছিল বিদায়ের। যদিও গ্যালারিতে বিশাল একটি ব্যানারে তাকে উদ্দেশ করে লেখা ছিল, ‘সে এমন একজন যে সবসময়ের জন্যই আমাদের।’ তিন বছরের মেয়াদে বার্সিলোনার সাবেক অধিনায়ক কাতালানদের হয়ে আটটি শিরোপা জিতেছেন। আগামী সপ্তাহে আলাভেজের বিরুদ্ধে কোপা ডেল রে ফাইনালে তার সামনে আরেকটি শিরোপা জেতার সুযোগ অপেক্ষা করছে। এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটল না লিওনেল মেসির। তবে ব্যক্তিগত অর্জন খুব একটা মন্দ হচ্ছে না! লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি ও ইউরোপের লীগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন শু দুটোই জিতেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। ৩৭ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলাদাতা হওয়া মেসি এ নিয়ে চতুর্থবারের মতো পিচিচি ট্রফি জিতলেন। এর আগে জিতেছিলেন ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে। পিচিচি জয়ের তালিকায় রোনাল্ডোকে পেছনে ফেললেন মেসি। ছুঁলেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। ৬টি পিচিচি ক্রফি নিয়ে এখনও শীর্ষে টেলমো জারা।
×