ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:২৮, ২২ মে ২০১৭

বগুড়ায় হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের  যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় এক হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন কারাদ- ও ২৫ হাজার টাকা করে অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালত রবিবার এ মামলার রায় দেন। দ-াদেশ প্রাপ্তরা হলোÑ নাছিমা বেগম ও সামছুজ্জামান ওরফে সুয্য। দ-াদেশপ্রাপ্ত নাছিমা নিহত ব্যক্তির স্ত্রী। উল্লেখ্য, শফিকুল ইসলাম ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি রাতে খুন হন বগুড়া সদরের পলাশবাড়ি গ্রামের শফিকুল ইসলাম। নাটোর নিজস্ব সবাদদাতা নাটোর থেকে জানান, সিংড়ায় কৃষক লোকমান আলী হত্যা মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। রবিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিরাচক রেজাউল করিম আসামিদের এই আদেশ দেন। এ সময় আদালতে ৩ আসামি উপস্থিত থাকলেও বাকি ২ জন পলাতক রয়েছে। যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেনÑ আঙ্গুর মোল্লা, মিঠূ, সোহাগ, নয়ন ও ফারুক। উল্লেখ্য, ২০১৩ সালের ৭ এপ্রিল সিংড়া উপজেলার দামকুড়ি গ্রামে কৃষক লোকমান আলী পার্শ্ববর্তী কুসুম্বি কালীগঞ্জ বাজারে গিয়ে নিখোঁজ হন। এক সপ্তাহ পর একই উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি পায়খানার ট্যাংকির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
×