ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এ বছরের শেষে চালু হচ্ছে বিশ্বমানের ইম্পেরিয়াল হাসপাতাল

প্রকাশিত: ০৫:১২, ২১ মে ২০১৭

চট্টগ্রামে এ বছরের শেষে চালু হচ্ছে বিশ্বমানের ইম্পেরিয়াল হাসপাতাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের পাহাড়তলীতে আন্তর্জাতিক মানসম্পন্ন ইম্পেরিয়াল হাসপাতাল পরিচালনার চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে শনিবার। ইম্পেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী ও অস্ট্রিয়ার ভেমেড হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফা উইগলের মধ্যে ৫ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। হাসপাতালটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রকৌশল পরামর্শকারী সংস্থা কেএমডির স্থাপত্য ডিজাইন অনুযায়ী অস্ট্রিয়াভিত্তিক বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভেমেডের পরিকল্পনা, প্রযুক্তি ও প্রকৌশল সহযোগিতায় ৭ একর জায়গার ওপর এই হাসপাতাল নির্মিত হয়েছে। ৩৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি চলতি বছরের শেষে ২শ’ শয্যা নিয়ে চিকিৎসা সেবা শুরু করার ঘোষণা দিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নবনির্মিত এ হাসপাতালের সামগ্রিক চিত্র তুলে ধরেন হাসপাতালের চেয়ারম্যান ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি ডাঃ রবিউল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের পরিচালক ও দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। শনিবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রাপূর্ব চুক্তি স্বাক্ষর হলো। আন্তর্জাতিক মানসম্পন্ন ৩৫০ শয্যার এ আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র হিসেবে ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড চলতি বছরের শেষের দিকে চিকিৎসা কার্যক্রম শুরু করার কথা রয়েছে। গত প্রায় আড়াই বছর ধরে ভেমেডের পরামর্শ ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রকৌশলী স্টোমেয়ার ও ইন্টেরিয়র ডিজাইনার খিস্টা স্টোমেয়ার ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডের অবকাঠামোগত কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাসপাতাল প্রকল্পের সার্বিক কার্যক্রম তথা ইঞ্জিনিয়ারিং, বায়ো মেডিক্যাল এবং ইনফরমেশন টেকনোলজি অনুযায়ী যন্ত্রপাতি নির্বাচন, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপন করা হচ্ছে। হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড ও ভেমেড হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মধ্যে পাঁচ বছর মেয়াদী এই চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, অস্ট্রিয়াভিত্তিক বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হাসপাতালে একটি সুযোগ্য ও দক্ষ সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠনের মধ্য দিয়ে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। এ ম্যানেজমেন্ট টিমের মধ্যে রয়েছেন চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), মেডিক্যাল চীফ ও নার্সিং চীফসহ বিভিন্ন বিভাগের প্রধানরা। এছাড়াও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত নার্স, মেডিক্যাল টেকনিশিয়ান নির্বাচন, কারিগরি প্রশিক্ষণ ও হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভেমেড নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা হাসপাতালগুলোর সঙ্গে প্রযুক্তি ও চিকিৎসার সমন্বয় করে উন্নতর চিকিৎসা নিশ্চিত রাখবে। চিকিৎসার মানোন্নয়নে ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ান তৈরির জন্য আবাসন সুবিধাসহ একটি নার্স ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে এই আঙ্গিনায়। আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের জন্য হাসপাতাল থেকে ১০ ভাগ চিকিৎসা সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও গুরুতর রোগীদের দ্রুত ও নিরাপদে স্থানান্তরের জন্য আধুনিক লাইফসাপোর্ট চিকিৎসা সংবলিত এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে দূরবর্তী ও সঙ্কটাপন্ন এলাকা থেকে হেলিকপ্টারের মাধ্যমে রোগী স্থানান্তরের জন্য হাসপাতালে হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে। হাসপাতালে ৮৮টি সিঙ্গেল কেবিন ও ৭৬টি ডাবল কেবিন ও ১৪টি অপারেশন থিয়েটার থাকছে। হাসপাতালের বহির্বিভাগে ৫২ জন চিকিৎসক ৫২টি কক্ষে পরামর্শ প্রদান করবেন। ব্লাড ব্যাংক, ফিজিক্যাল, মেডিসিন, ডায়ালাইসিস, ডায়াগনস্টিক, থেরাপি ও প্যাথলজিক্যাল টেস্টের জন্য পৃথক ২৩টি ক্লিনিক থাকবে। রোগীর সঙ্গে থাকা প্রতিনিধিদের জন্য ৪০টি কক্ষ থাকছে হাসপাতালে। উন্নততর নার্সিং শিক্ষার জন্য ৫০ আসনের তিন বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমার সুযোগ রয়েছে হাসপাতালে। ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ট্রাস্টি ডাঃ রবিউল হোসেন বলেন, রোগীদের দ্রুততম সেবা ও গুরুতর অবস্থার বিষয়টি মাথায় রেখে এ হাসপাতালে আধুনিক লাইফ সাপোর্ট যেমন থাকছে তেমনি দ্রুত স্থানান্তরের জন্য হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। এদেশের আবহাওয়ার ওপর নির্ভর করে ৩৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকৌশল সংস্থা কেএমডির স্থাপত্য ডিজাইন এবং অস্ট্রিয়াভিত্তিক বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদানকারী ভেমেডের প্রযুক্তি নিশ্চিত করতে ৫ বছরের চুক্তি সম্পাদিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মা ও শিশু হাসপাতালের সাবেক সভাপতি ডাঃ ফজলুল করিম ছাড়াও ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের কয়েক পরিচালক।
×