ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে নাদাল, জোকোভিচ

প্রকাশিত: ০৫:৪৭, ২০ মে ২০১৭

কোয়ার্টার ফাইনালে নাদাল, জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ রোম মাস্টার্সে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নোভাক জোকোভিচ, মারিন চিলিচ, জন ইসনার, জুয়ান মার্টিন ডেল পোত্রো, ডোমিনিক থিয়েম এবং রাফায়েল নাদাল। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ ৬-৪ এবং ৬-৪ সেটে পরাজিত করেন স্পেনের রবার্তো বাতিস্তা অগাটকে। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান তারকার প্রতিপক্ষ এখন আর্জেন্টিনার জুয়ান মার্টিন ডেল পোত্রো। যিনি তৃতীয় রাউন্ডে ৭-৬ (৭/৪) এবং ৬-৩ সেটে পরাজিত করেন জাপানের সপ্তম বাছাই কেই নিশিকোরিকে। আমেরিকার ২৪তম বাছাই জন ইসনার কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৭/১) এবং ৬-৪ সেটে পরাজিত করেছেন সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কাকে। গত ছয় বছরের মধ্যে এবারই প্রথম ওয়ারিঙ্কার মুখোমুখি হন ইসনার। তবে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে খুবই সন্তুষ্ট তিনি। পরের রাউন্ডে ইসনারের প্রতিপক্ষ মারিন চিলিচ। ক্রোয়েশিয়ার ষষ্ঠ বাছাই চিলিস তৃতীয় রাউন্ডে ৬-৩ ও ৬-৪ সেটে হারান বেলজিয়ামের ডেভিড গফিনকে। তৃতীয় পর্বের অন্য ম্যাচে কানাডার পঞ্চম বাছাই মিলোস রাওনিক ৬-৩ ও ৬-২ সেটে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে। এদিকে দুর্দান্ত গতিতে ছুটছেন ক্লে কোর্টের রাজা হিসেবে খ্যাত রাফায়েল নাদাল। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা রাফায়েল নাদাল এদিন ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন টুর্নামেন্টের ১৩তম বাছাই জ্যাক সককে। এর ফলে ক্লে কোর্টে চলতি মৌসুমে টানা ১৭ ম্যাচে জয়ের স্বাদ পেলেন নাদাল। শেষ আটে নাদালের প্রতিপক্ষ এখন ডোমিনিক থিয়েম। রাফার লক্ষ্য এবার থিয়েমের বিপক্ষে ব্যবধানটাকে ৪-০তে পরিণত করা। শুধু তাই নয়, মন্টে কার্লো, বার্সিলোনা এবং মাদ্রিদ ওপেনের পর রোম মাস্টার্স জিতে ক্লে কোর্টের টানা চতুর্থ শিরোপা জয়ের জন্যও মুখিয়ে রয়েছেন নাদাল। এবার চ্যাম্পিয়ন হতে পারলে রোম মাস্টার্সের অষ্টম শিরোপা নিজের শোকেসে তুলবেন ৩০ বছর বয়সী নাদাল। তবে ম্যাচ শেষে নাদাল জানালেন সাম্প্রতিক সময়ের পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট তিনি। এ বিষয়ে ১৪টি গ্র্যান্ডসøামের মালিক বলেন, ‘আমি যেভাবে খেলছি তাতে সুস্পষ্টভাবেই সন্তুষ্ট। তবে এখানে আমার সেরাটা ঢেলে দিতেই এসেছি। জানি এটা কঠিন একটা টুর্নামেন্ট। ড্রটাও আমার জন্য খুব সহজ ছিল না। পরের ম্যাচে আমার প্রতিপক্ষ ডোমিনিক। ক্লে কোর্টে এখন মনে হয় সবচেয়ে সফল খেলোয়াড় সে? তাই নয় কী? তাই তার বিপক্ষে আরও একটি কঠিন যুদ্ধই অপেক্ষা করছে। তবে আমি মনে করি, শেষ ষোলোতে যেভাবে খেলেছি তারচেয়েও বেশি আক্রমণাত্মক খেলতে পারব। আমাকে যে তা করতেই হবে।’ আগামী ২৮ মে থেকে শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। মূলত তারই প্রস্তুত-মঞ্চ হিসেবে বিবেচিত এই ইভেন্টগুলো। এখানে দুর্দান্ত খেলা নাদাল তাই প্যারিসেও ফেবারিট হিসেবে কোর্টে নামবেন। ফ্রেঞ্চ ওপেনে ইতোমধ্যেই নয়বার চ্যাম্পিয়ন হয়েছেন এই স্প্যানিয়ার্ড। তার লক্ষ্য এবার দশম শিরোপা জিতে নতুন ইতিহাস গড়া। তবে সেই পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন জোকোভিচ-মারের মতো খেলোয়াড়রা।
×