ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির কারিগরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৪১, ২০ মে ২০১৭

ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির  কারিগরের বিরুদ্ধে  মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাল জালিয়াতির মাধ্যমে শেষপর্যায়ে নিজের মাকে বীরঙ্গনা সাজিয়ে জেলার আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি, জামুকার সদস্য, মুজিব বাহিনীর প্রধান আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির স্বাক্ষর জাল করে তার হাতেই ধরা পড়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির কারিগর হিসেবে পরিচিতি আনিচুজ্জামান ওরফে লেলিন তালুকদার। এমপির স্বাক্ষর জালিয়াতি ও মুক্তিযোদ্ধাদের ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার রাতে বাদী হয়ে লেলিন তালুকদারসহ তার চার সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ মে আগৈলঝাড়ায় জেলা পরিষদ ডাকবাংলো সভাকক্ষে সংসদ সদস্য, জামুকার সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভা চলছিল। ওই সভায় উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের খালেক তালুকদারের পুত্র হিজলা উপজেলার খাদ্য পরিদর্শক আনিচুজ্জামান ওরফে লেলিন তালুকদার তার নিজের মা মমতাজ বেগমকে ভুয়া বীরঙ্গনা বানিয়ে কাগজপত্র দাখিল করেন। দাখিল করা ওই ভুয়া কাগজে লেলিন তার নিজের বাবা খালেক তালুকদারের স্ত্রীর পরিচয় না দিয়ে তার নানা পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত ইসমাইল সরদারের কন্যা হিসেবে পরিচয় দেয়। এছাড়াও লেলিন উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত মোক্তার হোসেন তালুকদারের পুত্র তার খালাত ভাই শহিদ তালুকদার, পশ্চিম গোয়াইল গ্রামের মৃত ইয়াসিন শিকদারের পুত্র সেকেন্দার আলী শিকদারকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর ভুয়া স্বাক্ষর করা সুপারিশপত্রসহ মন্ত্রণালয়ের তৈরি করা বিভিন্ন ভুয়া কাগজপত্র তিনজনের স্বúক্ষে দাখিল করেন। বাছাই কমিটির সভাপতি এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ সদস্যদের উপস্থিতিতে তার নিজের স্বাক্ষর জাল হিসেবে শনাক্ত করেন। বিষয়টি টের পেয়ে ওই সভা থেকে আনিচুজ্জামান ওরফে লেলিন তালুকদারসহ মুক্তিযোদ্ধা নামধারী ভুয়া লোকজন কৌশলে সেখান থেকে সটকে পরে। পরবর্তীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্যদের উপস্থিতিতে এমপি হাসানাত কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমনকে জালিয়াতির বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
×