ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুদ্ধের বাণী ধারণ করে মানুষ ও মানবতাকে ভালবাসতে হবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৩৪, ২০ মে ২০১৭

বুদ্ধের বাণী ধারণ করে মানুষ ও মানবতাকে ভালবাসতে হবে ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গৌতম বুদ্ধের বাণী মৈত্রী ও সম্প্রীতির মানুষে মানুষে সাম্য প্রতিষ্ঠা এবং ধর্মে ধর্মে ও জাতিতে জাতিতে সৌহার্দ্য প্রতিষ্ঠায় বুদ্ধের বাণী যুগ যুগ ধরে অবদান রেখে যাচ্ছে। হিংসা, লোভ, কামনা এবং পরনিন্দা সমাজে ও পরিবারে অশান্তি আনে। বুদ্ধ এ ধরনের কাজ পরিহার করার শিক্ষা দিয়েছেন। তাঁর বাণী অনুসরণ করলে পাশবিকতা, হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস ও ব্যভিচার থেকে মুক্তি মিলবে। বুদ্ধের সাম্য, মৈত্রী ও করুণার বাণী ধারণ করে মানুষ ও মানবতাকে ভালবাসতে হবে। শুক্রবার চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক ধর্মালোচনায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের উদ্যোগে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডাঃ প্রীতি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, বাংলদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া। আলোচনা করেন পটিয়া কেন্দ্রীয় বিহার ও কল্যাণ প্রকল্পের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথেরো। প্রভাষক সুজন বড়ুয়া ও সুপ্রিয়া বড়ুয়ার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়সেন বড়ুয়া, চসিক বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ সভাপতি প্রকৌশলী অসীম বড়ুয়া, সাধারণ সম্পাদক সুমেধ তাপস বড়ুয়া, প্রধান সমন্বয়ক বোধিমিত্র থের এবং দিপেন কান্তি চৌধুরী।
×