ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ ইসলামী ব্যাংক

আলম পারভেজের অভিযোগ ভিত্তিহীন ॥ আরাস্তু খান

প্রকাশিত: ০৭:৫৪, ১৯ মে ২০১৭

আলম পারভেজের অভিযোগ ভিত্তিহীন ॥ আরাস্তু খান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক ফের স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের পঞ্চমতলায় মোহাম্মদ ইউনুস অডিটরিয়ামে এক জরুরী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ইসলামী ব্যাংক চেয়ারম্যান বলেন, স্বাধীন পরিচালক হিসেবে যদি ওনি (ভাইস চেয়ারম্যান) নিজে পদত্যাগ করেন সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এটা আমার ব্যাপার না। তার থাকা বা পদত্যাগ নিয়ে ব্যাংকের ভেতর থেকে কোন চাপ নেই বলেও তিনি জানান। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে তিনি বলেন, এই স্ট্যাটাস দেয়ার পরে আমি তাকে ফোন করেছিলাম। আমি তাকে বলেছিলাম, আপনি একটু অপেক্ষা করতে পারতেন। আমি ৫ ঘণ্টা পরে দেশে ফিরবো। পরে যখন তাকে বোর্ড মিটিংয়ে ডাকা হলো, তখন তিনি বলেছেন, তাকে পদত্যাগ করতে ফোর্স করা হচ্ছে। কে বলেছে, সেটা আমাকে বলেননি। এ বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংককে জানিয়েছি। আরাস্তু খান বলেন, আমরা এখানে ভাল কিছু করতে এসেছি। সবাই কিন্তু অনেক সৎ। এমনটি তিনিও (ভাইস চেয়ারম্যান)। কিন্তু, আমি জানি না। সে কেন এগুলো করেছে। সরকার, ব্যাংক, বোর্ড এবং এই ম্যানেজমেন্টের ভাবমূর্তি নষ্ট করার কোন অধিকার তার নাই। ইচ্ছাপ্রণোদিতভাবেই এটা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক চেয়ারম্যান বলেন, তিনি (ভাইস চেয়ারম্যান) বলেছেন, তাকে বাইরের কেউ ফোর্স করছে। ব্যাংকের কেউ বলেছে সেটা ওনি দাবি করেননি। সম্প্রতি ইসলামী ব্যাংকের যাকাত ফান্ড নিয়ে যে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন এবং অসত্য বলে দাবি করেছেন আরাস্তু খান। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিগত ৩৪ বছরে ইসলামী ব্যাংকের মোট যাকাত ৩৪৭ কোটি টাকা। যা থেকে ১৭৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং ট্যাক্সের জন্য কিছু টাকা রাখা আছে। এই টাকা বাদ দিলে যে টাকা আছে তা মাত্র ২৮ কোটি। তবে কিছু সংবাদমাধ্যমে এসেছে ৪৫০ কোটি টাকা প্রধানমন্ত্রীর যাকাত ফান্ডে প্রদান করা হবে। পর্ষদ সভায় এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেন ইসলামী ব্যাংক চেয়ারম্যান। তিনি বলেন, গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর অফিস থেকে আমাকে ডাকা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ৪০ মিনিট কথা হয়েছে। আমাদের যাকাত ফান্ডে যেখানে মাত্র ২৮ কোটি টাকা আছে সেখানে আমরা কীভাবে ৪৫০ কোটি টাকা প্রধানমন্ত্রীর যাকাত ফান্ডে দেব। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে সৈয়দ আহসানুল আলম পারভেজ লেখেন, অশুভ শক্তির ইশারায় আমার শত চেষ্টার পরেও রাষ্ট্রবিরোধী শক্তি পুনর্বাসিত হয়েছে এবং জাতির পিতার খুনীদের সঙ্গে সংশ্লিষ্টরা ফিরে আসছেন নেতৃত্বে। আগামী বছর এই ব্যাংকটিকে রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করার নীলনক্সা সম্পাদন হচ্ছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক আবারও স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছে।
×