ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাগ্নে শাকিল গ্রেফতার, মামি মিতু হত্যার দায় স্বীকার

প্রকাশিত: ০৬:১৪, ১৮ মে ২০১৭

ভাগ্নে শাকিল গ্রেফতার, মামি মিতু হত্যার দায় স্বীকার

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে রাজধানীর কাফরুলে চাঞ্চল্যকর গৃহবধূ রোজিনা আক্তার মিতু হত্যাকা-ের ঘটনায় নিহতের আপন ভাগ্নে আহমেদ শরীফ শাকিল ঢাকা মহানগর পুলিশের হাতে মাদারীপুর থেকে গ্রেফতার হয়েছে। মামির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এবং চাহিদা মোতাবেক টাকা না পেয়ে শাকিল তার মামিকে হত্যা করে। প্রাথমিকভাবে হত্যাকারী শাকিল নিজের মামিকে হত্যার দায় স্বীকার করেছে। গত ১৮ এপ্রিল রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরের বাড়িতে দিন-দুপুরে খুন হন মিতু। আলোচিত এ হত্যাকা-ের ঘটনায় ডিবি পুলিশ গত মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে হত্যাকারী শাকিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার দুপুর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, মামীর সঙ্গে ভাগ্নে হত্যাকারী শাকিলের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। শাকিল প্রায়ই তার মামির কাছ থেকে হাত খরচসহ বিভিন্ন অসিলায় টাকা-পয়সা নিত। সম্প্রতি শাকিল তার মামীর কাছ থেকে বেশি বেশি টাকা পয়সা দাবি করছিল। এ নিয়ে মামি ও ভাগ্নের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে মামি হাত খরচা বাবদ শাকিলকে দেয়া টাকার পরিমাণ কমিয়ে দেন। এতে শাকিল চরম ক্ষিপ্ত হয়ে তার মামিকে হত্যা করে। শাকিলের বরাত দিয়ে এই ডিবি কর্মকর্তা বলছেন, হত্যার আগের দিন অর্থাৎ গত ১৭ এপ্রিল শাকিল তার মামিকে কয়েকবার মোবাইলে ফোন দেয়। কিন্তু মামি ফোন রিসিভ করেননি। এরপর শাকিল মোবাইল ফোনে মেসেজ পাঠায়। তাতেও কোন উত্তর দেননি মামি। এতে শাকিল তার মামির উপর চরম ক্ষিপ্ত হয়। ওইদিন শাকিল তার মামির বাড়ির পেছনে গিয়ে বাসার পরিস্থিতি জানার চেষ্টা করে। সকাল দশটার দিকে শাকিল তার মামির বাসার দরজায় নক করে। তাতেও সাড়া মেলে না। এরপর সে বাসার সামনেই অপেক্ষা করছিল। এ সময় সে তার মামির ফুপাত ভাই নজরুলকে ওই বাসা থেকে বেরিয়ে যেতে দেখে। এতে শাকিল তার মামির ওপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। ওইদিনই পাশের কচুক্ষেত এলাকায় ওয়েস্টার্ন মার্কেটে গিয়ে বাসায় বিভিন্ন কাজে ব্যবহৃত চাকু কিনে। শাকিল গ্রেফতার হওয়ার পর তার তথ্যমতেই হত্যাকা-ে ব্যবহৃত চাকুটি উদ্ধার হয়েছে। সংবাদ সম্মেলনে ডিবি ও ডিএমপির মিডিয়া বিভাগের উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×