ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০৬ বছর বয়সে ইউটিউব সেনসেশন

প্রকাশিত: ০৬:০৪, ১৮ মে ২০১৭

১০৬ বছর বয়সে ইউটিউব সেনসেশন

জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের কল্যাণে রীতিমতো তারকা বনে গেলেন ভারতের ১০৬ বছর বয়সী এক বৃদ্ধা। মাস্তানামা নামের এই বৃদ্ধা ভারতের প্রাচীন ধাঁচে তরকারি রান্না করতে পারঙ্গম। তরমুজ দিয়ে মুরগির মাংস, লাউ দিয়ে ইমু পাখির ডিম ও দুধ দিয়ে নানা সুস্বাদু তরকারিসহ বহু পদ রান্না করতেন। একদিন তার বড় নাতিকে লক্ষণ ও তার বন্ধু সিদ্ধাত্র রেড্ডি তার রান্না কৌশলের একটি ভিডিও ইউটিউবে ছাড়তেই তা ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যে তার অন্যান্য রেসিপিগুলোও ইউটিউবে ছাড়া হয়। বর্তমানে ইউটিউবে মাস্তানামার ফলোয়ার ৫ কোটি ২০ লাখ। তার সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ লাখ। ভিডিও দেখা যায়, কখনও খোলা মাঠে বসে রান্না করছেন মাস্তানামা। আবার একই সঙ্গে শাক বাছছেন। রান্নার সময় বড় কড়াই ও সাধারণ মানের চুলা ব্যবহার করেন তিনি। আর কাটাকুটির কাজে ব্যবহার করেন বটি। খবরে বলা হয়েছে, মাত্র ১১ বছর বয়সে বিয়ে হয় তার। জীবনে কখনও স্কুলে যাননি। এখনও পীঠে করে পাক্কা একশ’ কেজি ওজন বহন করতে পারেন এই নারী। দ্য টেলিগ্রাফ অবলম্বনে।
×