ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবার আগে ফাইনালে পুনে

প্রকাশিত: ০৮:৪১, ১৭ মে ২০১৭

সবার আগে ফাইনালে পুনে

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দশম আসরে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। মঙ্গলবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে গ্রুপ পর্বের শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়েছে পুনে। গত আসরে প্রথমবার অংশ নিয়ে সপ্তম হয়েছিল পুনে। প্রথম ব্যাট করে ৪ উইকেটে ১৬২ রান তোলে তারা। জবাবে মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে। পরাজিত হলেও ফাইনালে ওঠার আশা টিকে আছে মুম্বাইয়ের। আজ এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে পারলেই তারাও উঠবে ফাইনালে। টস জিতে আগে পুনেকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। দলীয় ৯ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া পুনেকে তৃতীয় উইকেটে ৮০ রান তুলে ভাল অবস্থানে নিয়ে যান অজিঙ্কা রাহানে ও মনোজ তিওয়ারি। উভয়ে অর্ধশতক হাঁকান। রাহানে ৪৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৬ এবং তিওয়ারি ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর মহেন্দ্র সিং ধোনি এসে ২৬ বলে ৫ ছক্কায় ৪০ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেললে ৪ উইকেটে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পায় পুনে। জবাব দিতে নামা মুম্বাইকে ভাল সূচনা দিয়েছিলেন আক্রমণাত্মক পার্থিব প্যাটেল। তিনিই শেষ পর্যন্ত লড়াইটা করেছেন, আর কোন ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেননি। ধস নামিয়েছেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর টানা রোহিত শর্মা (১), আম্বাতি রায়ুডু (০) ও কাইরন পোলার্ডকে (৭) ফিরিয়ে দিয়ে। আর ঘুরে দাঁড়াতে পারেনি মুম্বাই। পার্থিবও ৪০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫২ রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রান করতে সক্ষম হয় মুম্বাই। হেরে যায় ২১ রানে, ফাইনালে ওঠে পুনে। ৩টি করে উইকেট নেন ওয়াশিংটন ও শার্দুল ঠাকুর।
×