ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার আমলেই আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৪৬, ১৭ মে ২০১৭

শেখ হাসিনার আমলেই আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ‘যমুনা’ আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের একটি সংগঠন ‘যমুনা’। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধু হত্যার বিচার ও জাতীয় চার নেতা হত্যার বিচার করেনি। বরং আইন করে বিচারের পথ বন্ধ রেখেছিল। তাই তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না। আইনের শাসন যদি প্রতিষ্ঠা পেয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই পেয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি তানভীর শাকিল জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম রেজা, ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পি প্রমুখ বক্তব্য রাখেন। পরে স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে অনুষ্ঠিত আগামী ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস এবং ম্যাট ও আইএইচটি করতে ভর্তি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন। এছাড়া স্বাস্থ্য খাত নিয়ে বিভিন্ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায়ও সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
×