ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উন্নয়নের স্বার্থেই আ’লীগকে আবার ক্ষমতায় আনতে হবে ॥ কাদের

প্রকাশিত: ০৭:৪৩, ১৭ মে ২০১৭

উন্নয়নের স্বার্থেই আ’লীগকে আবার ক্ষমতায় আনতে হবে ॥ কাদের

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭৫ পরবর্তী রাজনীতিতে বিশ্বের শ্রেষ্ঠ দশ ‘গ্রেট লিডারের’ একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ বছরে চীন ও ভারতের পাশাপাশি বাংলাদেশ বিশে^ অর্থনীতিতে প্রতিযোগিতা করবে। টানা দুবার ক্ষমতায় থাকার কারণে দেশে উন্নয়ন হয়েছে অনেক বেশি। দেশের উন্নয়ন অর্জনের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে পাকিস্তানী ধারায় ফিরিয়ে নেয়ার এজেন্ডা হাতে নিয়েছিল দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। কিন্তু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে ষড়যন্ত্রের সব নীলনক্সা প- হয়ে গেছে। পঁচাত্তর পরবর্তী আমরা নেতৃত্বহীন ছিলাম। শেখ হাসিনার আগমনে নেতৃত্ব পূর্ণতা পেয়েছিল। পঁচাত্তর পরবর্তী দেশের সবচেয়ে সফল ও ঝুঁকিপূর্ণ রাজনীতিক শেখ হাসিনা। বিশবার তাকে হত্যা করতে চেয়েছে কিন্তু আল্লার রহমতে ও মানুষের দোয়ায় তিনি রক্ষা পেয়েছেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার অসীম সাহসের সোনালি ফসল আজকের পদ্মা সেতু। ইনশাল্লাহ! যথাসময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করব। তরুণ প্রজন্মের চোখে তাক লাগিয়ে দেয়ার মতো আমাদের হাতে আরও বড় বড় প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্ট বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
×