ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯ পাবলিক ভার্সিটিকে ফান্ড প্রদান

প্রকাশিত: ০৫:৫০, ১৭ মে ২০১৭

১৯ পাবলিক ভার্সিটিকে ফান্ড প্রদান

দেশের ১৯টি পাবলিক বিশ^বিদ্যালয়ে ৪৮টি সাব-প্রজেক্টের (পূর্বে রাউন্ড-১, ২ এবং ৩-এ সমাপ্ত) অনুকূলে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩২.১৪ কোটি টাকার সাপলিমেন্টারি ফান্ড দিয়েছে। এ সংক্রান্ত একটি চুক্তি সোমবার বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয়ের মধ্যে ইউজিসি অডিটরিয়ামে স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেনÑ ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প। ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ড. খালেদ, সচিব, ইউজিসি। অজিৎ কুমার দেবনাথ, সিনিয়র প্রকিউরমেন্ট অফিসার (যুগ্ম সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। চুক্তি স্বাক্ষরকারী বিশ^বিদ্যালয়গুলো হলোÑ ঢাকা বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়, খুলনা বিশ^বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, জগন্নাথ বিশ^চবিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, কুমিল্লা বিশ^বিদ্যালয়, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়। Ñবিজ্ঞপ্তি রাজশাহীতে চাঁদা না পেয়ে গুলি ॥ আহত এক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে চাঁদা না পেয়ে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। এ সময় পলাশ নামের একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সুজানগর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানায় এটি পূর্বশত্রুতার জের। নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে চাঁদা দাবির ঘটনার সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেয় বলে জানিয়েছেন পুলিশ। জানা যায়, বহিরাগত এক ব্যক্তি সেখানে একটি বাড়ি নির্মাণ করছেন। তার ভাগ্নে বজলু ও স্থানীয় পলাশ নামের এক যুবক ওই বাড়ি নির্মাণকাজের দেখাশোনা করে। সন্ধ্যায় মোস্তফা নামের এক যুবক কয়েকজনকে সঙ্গে গিয়ে নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে চাঁদা দাবি করে। ওই সময় বাড়ির মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। রাত সাড়ে ৯টার দিকে গিয়ে বাড়ির সামনের দুইটি বোমার বিস্ফোরণ ঘটনায় ও ফাঁকা দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তারা পলাশকে মারধরে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
×