ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৫, ১৫ মে ২০১৭

টুকরো খবর

না’গঞ্জে তিন পাটের গুদামে আগুন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর শীতলক্ষ্যা এলাকায় তিনটি পাটের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। হাজীগঞ্জ ও ম-লপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ মজুদ করা পাট পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৮টায়। জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর শীতলক্ষ্যা এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ভাড়া নেয়া সাত্তার জুট ফাইবার কোম্পানির ১৫নং পাটের গুদামের টিনশেড ভবনে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে ১২ ও ১৩নং গুদামে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও গুদামের শ্রমিকরা আগুন নেভানোর কাজে অংশ নিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের ম-লপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নোয়াখালী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, জেলা শহর মাইজদীতে শনিবার রাত ২টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে পত্রিকা পরিবেশক সন্ধানী বুক স্টলসহ চারটি সম্পূর্ণ এবং একটি আংশিকসহ ছয়টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। পত্রিকা পরিবেশক সন্ধানী বুক স্টলের পরিচালক মুলতানুর রহমান মান্না জানান, শনিবার রাত ২টার দিকে হঠাৎ মেহেদি অটো নামক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদী দমকল বাহিনী ও চৌমুহনী দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই সন্ধানী বুক স্টল, অটোরিক্সার যন্ত্রপাতি ও মেহেদি অটো, বিছমিল্লাহ্ অটো, ভাই ভাই ফার্মেসি ও রসমেলা সম্পূর্ণ পুড়ে যায়। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ১৪ মে ॥ ভূঞাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বকুল খান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মাঠে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকে। লোকজন দেখে স্বজনদের সংবাদ দেয়। পরে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বকুল উপজেলার বামনহাটা গ্রামের আফসার খানের ছেলে। বাঘায় অস্ত্রসহ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় বিদেশী পিস্তল, রিভলবার, ম্যাগজিন ও গুলিসহ জিয়ারুল ইসলাম কালু (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব রাজশাহীর অপরাধ দমন বিশেষ ইউনিট (সিপিএসসি) সদস্যরা রবিবার ভোরে উপজেলার গোকুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জিয়ারুল উপজেলার পাকুরিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে। র‌্যাব জানায়, সে অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচায় জড়িত। র‌্যাবের জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করে জিয়ারুল। র‌্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের কমান্ডার মেজর এম আশরাফুল ইসলাম বলেন, র‌্যাব সদস্যরা ভোর ৪টার দিকে এ অভিযান চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় জিয়ারুল ইসলাম কালুকে। এদিকে রাজশাহীর চারঘাটে অস্ত্র মামলার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদরের চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার সকালে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের চুড়ামনকাঠিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি চুড়ামনকাঠি ইউনিয়নের চেয়ারম্যানর আব্দুল মান্নান মুন্না, তৌহিদুর রহমান, শিক্ষক মোজাম্মেল হোসেন, আবু বকর সিদ্দিক প্রমুখ। বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১৪ মে ॥ জামালগঞ্জ উপজেলার রক্তি নদী দিয়ে অবৈধ বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সর্বস্তরের এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার সাচনাবাজার ইউয়িন পরিষদের এই কর্মসূচী পালন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাহাড়ী নদী রক্তি দিয়ে বড় আকারের বাল্কহেড নৌকা চলাচলের কারণে নদী ভাঙনের ফলে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নৌযান চলাচল বন্ধে সরকারের প্রতি আহ্বান জানায় এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক চেয়ারম্যান নূরুল হক আফেন্দী। জামালগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার,সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমোদ তালুকদার, উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, উপজেলা জাপা নেতা মোঃ ফারুক আহমদ, আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক তালুকদার, ব্যবসায়ী এমদাদুল হক আফেন্দি,আব্দুল রকিব প্রমুখ। অস্ত্রধারীদের জিম্মি থেকে বাঁচতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ১৪ মে ॥ অস্ত্রধারী ও চাঁদাবাজদের জিম্মিদশা থেকে বাঁচার দাবিতে রবিবার দুপুরে শহরের জিমনেসিয়াম মাঠে বাঙালীরা সমাবেশ করেছে। পাহাড়ের নিরীহ মানুষের জীবন জীবিকা নিরাপদ করতে অনতিবিলম্বে পাহাড়ে চিরুনি অভিযানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সমাবেশ থেকে হাজারো কণ্ঠে জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় সাধারণ মানুষ আমরণ অনশনসহ লাগাতার হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দেবে বলে হুঁশিয়ারি দেয়। ‘নির্যাতিত নিপীড়িত পার্বত্যবাসীর’ ব্যানারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম ও অপহরণের প্রতিবাদে এই মহাসমাবেশে ডাকা হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে নানা বয়সের নারী-পুরুষ সন্ত্রাসের বিরুদ্ধে রং-বেরঙের ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে শহরের আসে। সকাল ১১টা নাগাদ জিমনেসিয়াম চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশে দোকান-পাট বন্ধ করে ব্যসায়ীরাও যোগ দেয়। বেগম নুরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্না, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর কামাল, এ্যাডভোকেট পারভেজ তালুকদার, নুরজাহান, এ্যাডভোকেট আবছার আলী, মোঃ ইউনুছ, মোঃ নাদিরুজ্জামান, রূপ কুমার চাকমা, মার্গারেড পাংখোয়া, ইঞ্জিনিয়ার সাহাদাৎ ফরায়জী সাকিব, জাহাঙ্গীর আলম ও কাজী জারোয়া প্রমুখ।
×