ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গী সৃষ্টি করা হয়েছে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৩, ১৫ মে ২০১৭

উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গী সৃষ্টি করা হয়েছে ॥ খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য দেশে জঙ্গী সৃষ্টি করা হয়েছে। আমরা দুইবার দেশে আগুন সন্ত্রাস দেখেছি, তারপরও আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। রবিবার সকালে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ও বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়ন জনসচেতনতা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আমাদের ২১ সালকে নকল করে খালেদা জিয়া ৩০ সালের একটি উদ্ভট চিন্তার ভিশন ঘোষণা করেছে। আমরা ২৫ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে সরকার গঠন করেছিলাম। এখন আমরা বিশ্বে চতুর্থ স্থান চাল উৎপাদনকারী দেশ। উত্তরাঞ্চলে আজ মঙ্গা নেই, মানুষের উপার্জন বেড়েছে। আমরা আজ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি। এক সময়ে এ নিয়ে যারা ব্যঙ্গ করেছে তারাই এখন তথ্য সেবা বেশি ব্যবহার করছে। বিভাগীয় কমিশনার শহিদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
×