ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

প্রকাশিত: ০৭:৫১, ১৪ মে ২০১৭

মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁও এলাকায় মাহমুদা আক্তার মুন্নি (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী সাইফুল আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান রিমান্ডের আদেশ দেন। খিলগাঁও থানা পুলিশ সূত্রমতে, মুন্নির স্বামী মামুন বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাতাল অবস্থায় বাসায় ফেরেন। ঘরের দরজা খুলতে মুন্নির দেরি হওয়ায় তিনি তাকে একাধিকবার মারধর করেন। মুন্নি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় শনিবার মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম। চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। গৃহবধূর চাচা ফজলুল করিম জানিয়েছেন, আল মামুন কিছুদিন আগে একটি হিন্দু মেয়েকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাগবিত-া হতো। শুনেছি, বৃহস্পতিবার রাতে মাতাল অবস্থায় মামুন মুন্নিকে খুব মারধর করেন। মাহমুদা আক্তার মুন্নি লক্ষ্মীপুরের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমের মেয়ে। তিনি তার স্বামীর সঙ্গে খিলগাঁও এলাকার দক্ষিণ গোরানের ৩৪৭ নম্বর বাড়িতে থাকতেন।
×