ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলামিক সলিডারিটি গেমস

শূটিংয়ে রাব্বির রৌপ্যপদক

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ মে ২০১৭

শূটিংয়ে রাব্বির রৌপ্যপদক

স্পোর্টস রিপোর্টার ॥ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার আজারবাইজানের বাকুতে পর্দা উঠেছে চতুর্থ ইসলামিক সলিডালিটি গেমসের। শনিবার শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ) ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের রাব্বি হাসান মুন্না ২৪৫.৫ স্কোর করে রৌপ্যপদক অর্জন করেন। এই ইভেন্টে সোনা জেতেন তুরস্কের ওমর আকগুনে। তার স্কোর ২৪৯.৮। তাম্রপদক পান উজবেকিস্তানের সাইফুদ্দিনভ। তার স্কোর ২২৪.১। এই ইভেন্টে বাংলাদেশের অপর তারকা শূটার আব্দুলাহ হেল বাকি হতাশাজনক পারফর্মেন্স করেন। তিনি হন পঞ্চম। তার স্কোর ১৮১.২। আসরের ২১টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ যে ৮টি ইভেন্টে অংশ নিয়েছে, তার মধ্যে শূটিংকে ঘিরেই পদকের আশা সবচেয়ে বেশি। রাব্বী রূপা জিতে সেই আশারই প্রতিদান দিলেন। ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৩ সালে দুটি পদকজয়। মুসলিম দেশগুলোর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ইসলামিক সলিডারিটি গেমসের প্রথম আসর বসেছিল ২০০৫ সালে। সৌদি আরবে অনুষ্ঠিত সেই আসরে চারটি ইভেন্টে অংশ নিয়ে খালি হাতে ফিরেছিল বাংলাদেশ। ২০১০ সালে দ্বিতীয় সলিডারিটি গেমসটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। ২০১৩ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসর থেকে দুটি পদক জেতে বাংলাদেশ। আরচারিতে রূপা ও তায়কোয়ানদোতে তামা নিয়ে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে শুক্রবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ইসলামিক সলিডারিটি গেমসের চতুর্থ আসর। মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন এসএ গেমসে স্বর্ণজয়ী শূটার শাকিল আহমেদ। অবশ্য কথা ছিল সাঁতারু মাহফুজা খাতুন শিলাই বহন করবেন বাংলাদেশের পতাকা। কিন্তু পরদিনই নিজের ইভেন্ট বলে কোচের চাওয়াতে সিদ্ধান্ত বদলাতে হয় তাকে। ১১ দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞে বিশ্বের ৫৪ মুসলিম দেশ ২১ খেলার ২৪টি ইভেন্টে লড়ছে। যার মধ্যে বাংলাদেশ ৮টি ইভেন্টে অংশ নেবে। ইভেন্টগুলো হলো : শূটিং, সাঁতার, এ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, কারাতে, ভারোত্তোলন, কুস্তি ও জুরখানে। ৮ ডিসিপ্লিনের মধ্যে জিমন্যাস্টিক্স, সাঁতার, ভারোত্তোলন, শূটিং ও কারাতে দল ইতোমধ্যেই বাকু পৌঁছেছে। এ্যাথলেটিক্স ও কুস্তি দল যাবে শনি ও রবিবার। জুরখানে দল যাবে ১৮ মে।
×