ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আত্মঘাতী পাঁচ জঙ্গীর লাশ বেওয়ারিশ দাফন

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ মে ২০১৭

আত্মঘাতী পাঁচ জঙ্গীর লাশ বেওয়ারিশ দাফন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীর বেনীপুর গ্রামের আস্তানায় আত্মঘাতী পাঁচ জঙ্গীর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের একটি সংগঠন রাজশাহী নগরীর হেতেমখা গোরস্থানে পাঁচ জঙ্গীর লাশ দাফন করে। দেশবিরোধী ও ঘৃণিত হওয়ায় জঙ্গীদের লাশ পরিবার গ্রহণ না করায় বেওয়ারিশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লাশ দাফন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্থানীয় সংগঠক এনায়েত কবির মিলন বলেন, শনিবার দুপুরে গোদাগাড়ী থানা-পুলিশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গ থেকে লাশগুলো কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করে। পরে সেখান থেকে লাশ নিয়ে গিয়ে হেতেমখা গোরস্থানে দাফন করা হয়। এ সময় পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান মিলন। গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করতে রাজি না হওয়ায় তাদের লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়। পরে তারা লাশ দাফনের ব্যবস্থা করে বলে জানিয়েছেন তিনি। এর আগে তাদের লাশ ময়নাতদন্ত করা হয়। শনিবার দুপুরে লাশ হস্তান্তরের পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের চিকিৎসক এনামুল হক সাংবাদিকদের বলেন, বোমা ও গুলিতে পাঁচ জঙ্গীর মৃত্যু হয়েছে।
×