ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২৭

প্রকাশিত: ০৪:৩২, ১৪ মে ২০১৭

 পাবনায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২৭

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ মে ॥ শনিবার পৃথক দুটি সংঘর্ষে ২৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন গুলিবিদ্ধ রয়েছে। জমিসংক্রান্ত বিরোধে সদর উপজেলার দ্বীপচর লাউদারা গ্রামে প্রতিপক্ষের হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দ্বীপচর লাউদারা গ্রামের রহিম প্রামাণিকের সাথে একই গ্রামের হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে হাবিবুর রহমানের কয়েক সমর্থক গ্রামের একটি স্থানে বসেছিল। এ সময় রহিম প্রামাণিকের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়। বরিশালে আহত ২০ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ধান কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৬ জনসহ পৃথক আরও দুইটি হামলায় চারজন আহত হয়েছে। তিনটি ঘটনা ঘটেছে জেলার উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায়। আহতদের শেবাচিম ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, উজিরপুরের কারফা গ্রামের বিনয় সরকার ও সুভাষ ঢালীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। শনিবার সকালে ওই জমির ধান কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষ বিনয় সরকার, পরিতোষ সরকার, কৃষ্ণ সরকার, স্বপন সরকার ও প্রতিপক্ষের সুভাষ ঢালী, শিপ্রা ঢালী, বঙ্কিম ঢালী, শিখা ঢালী, বিষ্ণু বল্লভ, কমল হালদার, বিটু হালদারসহ ১৬ জন আহত হয়। একই দিন সকালে আগৈলঝাড়ার পশ্চিম গোয়াইল গ্রামের মাসুম শিকদারের স্ত্রী ও একই এলাকার বেল্লাল বিশ্বাসের কন্যা সোনিয়া আক্তারকে মারধর করে তার শাশুড়ি জুলেখা বেগম।
×