ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচন

ইভিএম ব্যবহার নিয়ে সিইসির বক্তব্য দুরভিসন্ধিমূলক ॥ রিজভী

প্রকাশিত: ০৭:৩৩, ১৩ মে ২০১৭

 ইভিএম ব্যবহার নিয়ে সিইসির বক্তব্য দুরভিসন্ধিমূলক ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেয়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য মূলত সরকারের ইচ্ছাপূরণেরই প্রতিফলন। তিনি বলেন, ইতোপূর্বে জার্মানি, আমেরিকা, ভারতসহ অনেক দেশে ইভিএম মেশিন নিয়ে বিতর্ক হওয়ায় সেখানে এ মেশিনের ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। জার্মান আদালত ২০০৯ সালে এক রায়ে বলেছে, ইভিএম মেশিনে খুব সহজেই টেম্পারিং করা সম্ভব। এতে ভোট পুনঃগণনার সুযোগ নেই। তাই জার্মান আদালত ওই মেশিনের ব্যবহার নিষিদ্ধ করেছে। কয়েকদিন আগে ভারতে কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট কারসাজির ঘটনা ঘটেছে সেটি ছবিসহ প্রকাশ করা হয়েছে। তাই নির্বাচনকে সামনে রেখে এখন আবারও ইভিএম বিষয়টিকে নির্বাচন কমিশনের জনসম্মুখে নিয়ে আসা দুরভিসন্ধিমূলক বলে আমরা মনে করি। রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সম্প্রতি বলেছেন, সকল রাজনৈতিক দল চাইলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। এর দুদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতির ব্যবহার করা হবে। ভিশন ২০৩০ ঘোষণা করায় আওয়ামী লীগ নার্ভাসÑ খসরু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করায় আওয়ামী লীগ নার্ভাস হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় দল’ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই বিএনপির ভিশন বা পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু আওয়ামী লীগ এটাকে ধাপ্পাবাজি, ভাওতাবাজি বলছে। এসব কথা বলে তারা নিজেদের নিজেরাই বোকা বানিয়েছে। আসলে তারা এ ভিশন নিয়ে অসহনীয় নার্ভাস ফিল করছে। তাই এ ধরনের কথা বলছে।
×