ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে চসিক

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ মে ২০১৭

জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং পয়ঃনিষ্কাশনে ওয়াসা প্রণীত ড্রেজেন মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের প্রকৌশল প্রতিষ্ঠান একোয়া কনসালটেন্ট এ্যান্ড এ্যাসোসিয়েট এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) সহায়তায় ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান গ্রন্টমি এএস দীর্ঘ প্রায় দুই বছর সমীক্ষা চালিয়ে প্রণয়ন করেছে খসড়া মাস্টার প্ল্যান। এ প্ল্যান বাস্তবায়নে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চসিক সূত্রে জানানো হয়, বিদেশী পরামর্শক সংস্থা ২০৩০ সাল পর্যন্ত সময়ের জন্য একটি কর্মপরিকল্পনা পেশ করে। গত বৃহস্পতিবার এ নিয়ে আলোচনা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ওয়াসার এক যৌথ সমন্বয় সভায়। সমঝোতা চুক্তি অনুযায়ী স্যানিটেশন মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চুক্তিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. এসএম সৈয়দ মোঃ নজরুল ইসলাম। বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, ওয়াসা বোর্ডের সদস্যবৃন্দ, মাস্টার প্ল্যান প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কনসালটেন্টসহ কর্মকর্তাবৃন্দ এবং নানান শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রণীত মাস্টার প্ল্যান ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের দিকনির্দেশনা রয়েছে। এ পরিকল্পনায় জলাবদ্ধতা নিরসন ও স্যুয়ারেজ ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য-উপাত্ত বিদ্যমান। যৌক্তিক সময়ের মধ্যে মাস্টার প্ল্যানের অধীনে প্রকল্প প্রণয়ন করে চসিক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পেশ করবে। আধুনিক পদ্ধতিতে দ্রুত সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
×