ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:০৪, ১১ মে ২০১৭

জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১০ মে ॥ দক্ষিণ কেরানীগঞ্জে শাকিল আহমেদ নামে এক ব্যবসায়ীর আড়াই শতাংশ জমি দখলে নিতে একটি ভুমিদস্যু চক্র মরিয়া হয়ে উঠেছে। চক্রের নেতৃত্ব দিচ্ছে শুভাঢ্যা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শুকুর আহমেদের ছোট ভাই আশিকুর। জমির সীমানায় এলে শাকিলকে প্রাণনাশের হুমকি দিয়েছে চক্রটি। তাকে লাঞ্ছিতও করেছে। বুধবার সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী। তিনি জানান, ২০১০ সালে বেয়ারা মৌজায় কোরবান ও লোকমানের কাছ থেকে সাত শতাংশ জমি ক্রয় করেন। জমির কিছু অংশে কয়েকটি দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন। অবশিষ্ট আড়াই শতাংশ জায়গা বাউন্ডারি দেয়াল দিয়ে রেখেছেন। ভূমিদস্যু চক্র নানাভাবে জমিটি দখলে নেয়ার চেষ্টা করছে। ২৫ এপ্রিল জোর করে ওই জমিতে সাইনবোর্ড টানিয়ে দেয় তারা। খবর পেয়ে শাকিল সেখানে গিয়ে সাইনবোর্ড তুলে ফেলেন। এসময় আশিকুর, তার সহযোগী রিপণসহ কয়েকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেখান থেকে তিনি থানায় এসে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
×