ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সবার আগে সুপার লীগে গাজী গ্রুপ

প্রকাশিত: ০৬:১৪, ১০ মে ২০১৭

সবার আগে সুপার লীগে গাজী গ্রুপ

স্পোর্টস রিপোর্টার ॥ গাজী গ্রুপ উড়ছে তো উড়ছেই। জিতছে তো জিতছেই। মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকেও বৃষ্টি আইনে ২৪ রানে হারিয়েছে গাজী গ্রুপ। এই জয় পেয়ে টানা আট ম্যাচে জিতল দলটি। সেই সঙ্গে সবার আগে সুপার লীগে খেলাও নিশ্চিত করে নিল। পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষেও আছে গাজী গ্রুপ। ফতুল্লায় পারটেক্স স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে ৩৭ রানে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কি দুর্দিন এসে পড়েছে মোহাম্মদ আশরাফুলের। একাদশেও থাকতে পারেন না। তাকে ছাড়া কলাবাগান ক্রীড়াচক্র বৃষ্টি আইনে ১৭ রানে ব্রাদার্স ইউনিয়নের কাছে হারে। বিকেএসপি চার নম্বর মাঠে টস জিতে শেখ জামাল আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির বাধায় শুরুতেই ম্যাচ ৪৩ ওভারে হওয়ার সিদ্ধান্ত হয়। ৯ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ২৩২ রান করে শেখ জামাল। তানভির হায়দার সর্বোচ্চ ৫৭ রান করেন। মেহেদী হাসান ও আবু হায়দার রনি ২টি উইকেট করে শিকার করেন। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ২০.৫ ওভারে ১১৪ রান করে গাজী গ্রুপ। আবার বৃষ্টি পড়ে। তখন গাজী গ্রুপের সামনে জিততে ২০.৫ ওভারে ৯১ রানের টার্গেট দাঁড় হয়। জিতে যায় দলটি। জহুরুল ইসলাম অমি অপরাজিত ৪৯ রান করেন। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৪৬ রান। ফতুল্লায় প্রাইম ব্যাংক সহজেই জিতেছে। বৃষ্টি শুরুতে ম্যাচটিতে ব্যাঘাত ঘটায়নি। আগে ব্যাট করে ৪৬.২ ওভারে ১৯২ রান করতেই অলআউট হয়ে যায় পারটেক্স। জনি তালুকদার সর্বোচ্চ ৬৯ রান করেন। নাজমুল ইসলাম ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে কোন উইকেট না হারিয়ে ২৪ ওভারে ১১৪ রান করে প্রাইম ব্যাংক। দুই ওপেনার জাকির হাসান (৫৫*) ও মেহেদী মারুফ (৫২*) মিলেই এত রান করে ফেলেন। এমন সময় বৃষ্টি আসে। তাতে বৃষ্টি আইনে খেলা গড়ায়। ২৪ ওভারে প্রাইম ব্যাংকের জিততে ৭৮ রানের টার্গেট দাঁড় হয়। প্রাইম ব্যাংক জিতে যায়। বিকেএসপি তিন নম্বর মাঠে বৃষ্টি শুরুতেই ম্যাচে বিঘœ ঘটায়। তাতে করে খেলা ৪৩ ওভারে গড়ায়। আগে ব্যাট করে কলাবাগান ৪২.২ ওভারে ১৭১ রান করেই গুটিয়ে যায়। মুক্তার আলী ও মেহরাব হোসেন জুনিয়র ২৮ রান করে করেন। বল হাতে মানবিন্দর বিসলা ৩ উইকেট নেন। জবাবে ১ উইকেট হারিয়ে ২২.২ ওভারে ৮২ রান করে ব্রাদার্স। এমন সময়ে বৃষ্টি নামে। বৃষ্টি আইনে ২২.২ ওভারে জিততে ব্রাদার্সের লাগে ৬৬ রান। জিতে যায় ব্রাদার্স। জুনায়েদ সিদ্দিকী অপরাজিত ৩৮ ও মানবিন্দর বিসলা অপরাজিত ৩১ রান করেন। স্কোর ॥ শেখ জামাল ইনিংস ২৩২/৯; ৪৩ ওভার (তানভির ৫৭, রাব্বি ৩৮, প্রশান্ত ৩৫; মেহেদী ২/৩৬, রনি ২/৪৭)। গাজী গ্রুপ ইনিংস ১১৪/২; ২০.৫ ওভার (টার্গেট ২০.৫ ওভারে ৯১ রান); (অমি ৪৯*, মুমিনুল ৪৬; তানভির ১/১৭)। ফল ॥ গাজী গ্রুপ বৃষ্টি আইনে ২৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ জহুরুল ইসলাম অমি (গাজী গ্রুপ)। পারটেক্স ইনিংস ১৯২/১০; ৪৬.২ ওভার (জনি ৬৯, সাক্সেনা ৪০, ইরফান ২৬; নাজমুল ৩/২৩)। প্রাইম ব্যাংক ইনিংস ১১৪/০; ২৪ ওভার (টার্গেট ২৪ ওভারে ৭৮ রান); (জাকির ৫৫*, মারুফ ৫২*)। ফল ॥ প্রাইম ব্যাংক ৩৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ জাকির হাসান (প্রাইম ব্যাংক)। কলাবাগান ইনিংস ১৭১/১০; ৪২.২ ওভার (মুক্তার ২৮, মেহরাব জুনিয়র ২৮, জসিমুদ্দিন ২৫; বিসলা ৩/২৩)। ব্রাদার্স ইনিংস ৮২/১; ২২.২ ওভার (টার্গেট ২২.২ ওভারে ৬৬ রান); (জুনায়েদ ৩৮*, বিসলা ৩১*)। ফল ॥ ব্রাদার্স ১৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মানবিন্দর বিসলা (ব্রাদার্স)। জাতীয় হকিতে হ্যাটট্রিকের ছড়াছড়ি স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় হকিতে হ্যাটট্রিক হয়েছে তিনটি। জয়পুরহাটের রাকিব হ্যাটট্রিকসহ ৪ গোল করেন নাটোর জেলার বিপক্ষে, কুমিল্লার আসিবুল আলম হ্যাটট্রিকসহ ৪ গোল করেন ফেনী জেলার বিপক্ষে এবং বিকেএসপির সোহানুর রহমান সবুজ হ্যাটট্রিকসহ ৫ গোল করেন চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে জয়পুরহাট ৫-২ গোলে নাটোরকে হারায়। দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ১২-০ গোলে হারায় ফেনীকে, তৃতীয় ম্যাচে পুুলিশ ১৫-১ গোলে শরিয়তপুরকে এবং চতুর্থ ম্যাচে বিকেএসপি ১২-০ গোলে চট্টগ্রাম বিভাগকে হারায়। বুধবারের খেলায় মুখোমুখি হবে সকাল সোয়া ৯টায় কুমিল্লা-শরীয়তপুর, সকাল সোয়া ১১টায় বিকেএসপি-নাটোর, দুপুর ২টায় পুলিশ এসসি-ফেনী এবং বিকেল ৪টায় জয়পুরহাট-চট্টগ্রাম বিভাগ। সিনিয়র ডিভিশন ফুটবলে বাড্ডার প্রথম জয় স্পোর্টস রিপোর্টার ॥ সিনিয়র ডিভিশন ফুটবল লীগে মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাড্ডা জাগরণী সংসদ ১-০ গোলে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে হারায়। বিজয়ী দলের আমিন ফারুক জয়সূচক গোলটি করেন। নিজেদের নবম ম্যাচে এটা বাড্ডার প্রথম জয়। ৫ পয়েন্ট নিয়ে তারা আছে ১২ দলের মধ্যে একাদশ স্থানে। পক্ষান্তরে সমান ম্যাচে ফ্রেন্ডসের পঞ্চম হার। এখনও জয়হীন হারা। পয়েন্ট ৪। অবস্থান তলানিতে। স্বাধীনতা দিবস টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা’। এদিনের খেলায় পুরুষ এককে জাতীয় টেনিস কমপ্লেক্সের দেলোয়ার হোসেন, আমেরিকান ক্লাবের মিলন হোসেন, রুবেল হোসেন, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায়, আমেরিকান ক্লাবের আরিফ হোসেন, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের রুম্মন, মানিকগঞ্জ টেনিস ক্লাবের মোঃ সেলিম প্রিকোয়ার্টার ফাইনালে উন্নীত হন।
×