ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিরোপা থেকে এক জয় দূরে চেলসি

প্রকাশিত: ০৬:১৪, ১০ মে ২০১৭

শিরোপা থেকে এক জয় দূরে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ এক মৌসুম পর আবারও শিরোপার দোরগোড়ায় পৌঁছে গেছে চেলসি। আর মাত্র একটি জয় পেলেই চলমান ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয় করবে ব্লুজরা। ২০১৪-১৫ মৌসুমে শিরোপা জয় করার পর ২০১৫-১৬ মৌসুমে লিচেস্টার সিটির কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছিল তারা। এবার আবারও চেলসি শিরোপা শোকেসে ভরার অপেক্ষায়। সোমবার রাতে মিডলসব্রোকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার পর শিরোপার সুবাস পেতে শুরু করেছে চেলসি। দলটির মধ্যে এখন উৎসবের আবহ বিরাজ করছে। বড় কোন অঘটন না ঘটলে কোস্টা, হ্যাজার্ড, ফেব্রিগাসদের শিরোপা না জেতার কারণ নেই। কেননা লীগে এখনও তাদের তিনটি ম্যাচ বাকি। এ থেকে মাত্র একটিতে জয় বা যে কোনভাবে তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে চেলসি। আগামী শুক্রবার ওয়েস্টব্রুমউইচকে হারাতে পারলেই তিন বছরে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের উৎসব করবে চেলসি। ব্লুজরা শিরোপা দেখতে পেলেও অন্ধকার দেখছে মিডলসব্রো। কারণ ম্যাচের পর ম্যাচে হার দেখা দলটিকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে। শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলার ম্যাচে ৩০০তম জয়ের রেকর্ড গড়েছে চেলসি। প্রিমিয়ার লীগে জয়ের বিচারে তাদের সামনে আছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪৭) ও আর্সেনাল (৩০৬)। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্র্রিজে শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চেলসি। ম্যাচের দ্বিতীয় মিনিটে সাবেক বার্সিলোনা তারকা চেস ফেব্রিগাসের বাড়িয়ে দেয়ার পর মার্কোস আলোনসোর শট ক্রসবারে লেগে ঘুরে আসে। গোলরক্ষকের হাতে লেগে বলটা গোলবারে লাগে। এর কয়েক মিনিট পর ফেব্রিগাসের শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্লুজদের। ২৩ মিনিটে সেই ফেব্রিগাসের বাড়ানো বলেই গোল করেন স্প্যানিশ তারকা দিয়াগো কোস্টা। অনেকটা ফাঁকায় বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে। ৩৪ মিনিটে দুর্দান্ত গোল করে ব্যবধানটা দ্বিগুণ করেন মার্কোস আলোনসো। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। বিরতির পরও ম্যাচের লাগামটা নিজের হাতে রাখে স্বাগতিকরা। পেড্রোর শট গোলবারে লাগলে গোলবঞ্চিত হয় দলটি। আলোনসো বলে পা ছোঁয়াতে ব্যর্থ হলে আবার হতাশ হতে হয় চেলসিকে। ম্যাচের ৬৫ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন নেমাঞ্জা মাটিচ।
×