ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদ্রিদে কারবার-ওজনিয়াকি-সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৫:২০, ৯ মে ২০১৭

মাদ্রিদে কারবার-ওজনিয়াকি-সিবুলকোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মাদ্রিদ ওপেনে দুর্দান্ত শুরু করেছেন এ্যাঞ্জেলিক কারবার, সামান্থা স্টোসার, ক্যারোলিন ওজনিয়াকি, সিমোনা হ্যালেপ, কার্লা সুয়ারেজ নাভারো এবং ডোমিনিকা সিবুলকোভার মতো তারকারা। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন গারবিন মুগুরুজা, লুসি সাফারোভা, মনিকা পুইগ এবং জেলেনা জাঙ্কোভিচ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন শিরোপাই নিজের শোকেসে তুলতে পারেননি তিনি। তবে দমে যাননি জার্মান তারকা। নিজেকে স্বরূপে ফিরে পাওয়ার লক্ষ্যে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় মাদ্রিদ ওপেনে দুর্দান্ত শুরু করেছেন এ্যাঞ্জেলিক কারবার। রবিবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই কারবার ৬-৪ এবং ৬-২ সেটে পরাজিত করেন হাঙ্গেরির মিটিয়া বাবোসকে। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন কারবার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমার জন্য দারুণ একটা ম্যাচ। বিশেষ করে স্টুটগার্টে মাদেনোভিচের কাছে হারের পর এই ম্যাচ জয়ে আমি খুবই আনন্দিত। ম্যাচটা কঠিন ছিল কিন্তু শুরু থেকেই যেভাবে আমি খেলেছি তাতে সত্যিই আমি খুব খুশি। যদিওবা ফলাফল অবশ্য সে কথা বলবে না। তারপরও আমি দিনশেষে সন্তুষ্ট। প্রতিটি একক ম্যাচই কঠিন। কিন্তু এই ম্যাচে ঠিক আমার খেলাটাই খেলতে পেরেছি।’ প্রথম রাউন্ডের ম্যাচে টুর্নামেন্টের দশম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি মুখোমুখি হয়েছিলেন রোমানিয়ার মনিকা নিকুলেস্কোর। জয় দিয়েই মাদ্রিদ ওপেনের মিশন শুরু করেছেন তিনি। বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দশ নাম্বারে তারকা ওজনিয়াকি এদিন কঠিন লড়াইয়ের পর ৭-৫, ৬-৭ (৩/৭) এবং ৬-৪ সেটে পরাজিত করেন নিকুলেস্কোকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তার সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। সেই তুলনায় খুব সহজেই প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন সিমোনা হ্যালেপ। শিরোপা ধরে রাখার পথে রোমানিয়ার এই টেনিস তারকা এদিন ৬-১ এবং ৬-২ সেটে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভাকে। ম্যাচ শেষে টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিমোনা হ্যালেপ বলেন, ‘আমার কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচের আগে কিছুটা বিচলিত ছিলাম। কারণ আগে থেকেই জানতাম যে সে খুবই বিপজ্জনক খেলোয়াড়।’ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হ্যালেপ। এবারও কী তাহলে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই কোর্টে নামছেন তিনি? এমন প্রশ্নের জবাবে হ্যালেপ বলেন, ‘আমি ঠিক সেভাবে দেখছি না বিষয়টিকে। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে যে এবারও হব ঠিক তা নয়। এটা আরেকটা বছর, ভিন্ন একটা টুর্নামেন্ট। মোটকথা সবকিছুই ভিন্ন। তাই আমি এসব নিয়ে খুব একটা ভাবছি না।’ তবে মাদ্রিদ ওপেনে সবচেয়ে বড় চমকটা উপহার দেন সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কি। এদিন তিনি ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজাকে হারিয়ে দেন। বাসিনস্কি এদিন ৬-১ এবং ৬-৩ সেটে পরাজিত করেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই স্প্যানিশ তারকা গারবিন মুগুরুজাকে। ম্যচ শেষে বাসিনস্কি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এবারই প্রথম যে কোন টুর্নামেন্টে আমি তাকে হারিয়েছি তাই আমি খুবই আনন্দিত।’ টুর্নামেন্টের চতুর্থ বাছাই ডোমিনিকা সিবুলকোভাও দারুণ জয়ে মাদ্রিদ ওপেনের যাত্রা শুরু করেছেন। সেøাভাকিয়ার এই টেনিস তারকা নিজের প্রথম ম্যাচে ৬-৪, ৫-৭ এবং ৭-৫ সেটে পরাজিত করেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার এদিন ৬-২ এবং ৬-০ গেমে স্পেনের সারা সোরিবেসকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। কার্লা সুয়ারেজ নাভারো ৩-৬, ৭-৫ এবং ৬-০ সেটে পরাজিত করেন চীনের শুয়াই প্যাংকে। এদিন যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসের কাছে হারেন রিও অলিম্পিকের বর্তমান চ্যাম্পিন মনিকা পুইগ এবং চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন লুসি সাফারোভাও।
×