ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিডিবির অবহেলা ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

প্রকাশিত: ০৫:১০, ৯ মে ২০১৭

পিডিবির অবহেলা ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সোমবার দুপুরে নগরীর চালিবন্দর এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একটি গরুর মৃত্যু ঘটেছে। জানা গেছে, নগরীর চালিবন্দর এলাকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের কাছে পিডিবির একটি খাম্বা রয়েছে। এ খাম্বা থেকে মাটির নিচ দিয়ে ক্রীড়া কমপ্লেক্সে বিদ্যুত সরবরাহ করা হয়ে থাকে। পিডিবির কর্তব্য কাজে অবহেলার কারণে খাম্বার মধ্যে বিদ্যুত লেগেই থাকে। অনেকবার বহু মানুষ বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হলেও বিদ্যুতের আর্থিং বন্ধে কোন কাজ করেনি পিডিবি। সোমবার দুপুরে একটি গাভী ওই খাম্বায় লেগে গেলে তাৎক্ষণিক গাভীটির মৃত্যু ঘটে। মৃত গাভীর মালিক সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী রুবেল আহমদ জানান, গাভীটি তার একমাত্র সম্পদ এবং এটার পেটে বাচ্চা রয়েছে। কিছুদিন আগে ১ লাখ ২০ হাজার টাকা দাম হলেও তিনি গাভীটি বিক্রি করেননি। পিডিবির কর্তব্য কাজে অবহেলাই কেড়ে নিয়েছে তার সম্পদ। বাঘায় দুই নারীসহ ছয় আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় নারী নির্যাতন মামলায় দুই নারীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গত রবিবার দায়ের করা নারী নির্যাতন মামলায় উপজেলার বাগসায়েস্তা গ্রামের রজব আলীর স্ত্রী জুলেখা বেগম ও কন্যা স্বপ্না খাতুনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত উপজেলার দেবোত্তর বিনোদপুর এলাকার সুলতান আলী, আলাইপুর গ্রামের সাব্দার হোসেনের ছেলে মুঞ্জুরুল ইসলাম, আলাইপুর পশ্চিম পাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে মনিরুল ইসলাম ও মীরগঞ্জ ভানুকর এলাকার নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গজারিয়া গণহত্যা দিবস আজ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আজ ৯ মে গজারিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী তিন শ’ ৬০ নারী ও শিশুসহ নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। মেঘনা ও মেঘনার শাখা নদী ফুলদী তীরের গোসাইরচর, নয়নগর, বালুরচর, বাঁশগাঁও জেলেপাড়া, ফুলদী, নাগেরচর, কলসেরকান্দি, দড়িকান্দি ও গজারিয়া গ্রামে এই দিনটিতে কান্নার রোল পড়ে যায়। গজারিয়া ইউনিয়নের এই গ্রামগুলোতে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালানো হয়। ভোরে পাক সেনারা পরিকল্পিতভাবে গজারিয়ায় এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। নিরস্ত্র-নিরীহ গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি ও বেয়নেট চার্জ করে হত্যা করে। কোনকিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত এবং নামাজরত মানুষের ওপর হামলা চালায়। এই নির্মম ঘটনা গজারিয়াবাসী আজও ভুলতে পারেনি। পুকুরে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশু আপনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে জলঢাকা উপজেলার নদীপাড় গ্রামে। শিশুটি ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
×