ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক মিশনে বড় ধরনের রদবদল

প্রকাশিত: ০৮:০৮, ৮ মে ২০১৭

কূটনৈতিক মিশনে বড় ধরনের রদবদল

কূটনৈতিক রিপোর্টার ॥ নয়াদিল্লী, কলকাতা, ওয়াশিংটন, বেজিং ও কুনমিংয়ের বাংলাদেশের কূটনৈতিক মিশনে বড় ধরনের রদবদল করা হয়েছে। এসব মিশনগুলোর কর্মকা-ে আরও গতি আনার লক্ষ্যে বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আবার কোন কোন ক্ষেত্রে নতুন নিয়োগ দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। ভারতের নয়াদিল্লী ও কলকাতা, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং চীনের বেজিং ও কুনমিং মিশনে রদবদল করা হয়েছে। নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সালাহউদ্দিন নোমান চৌধুরীকে বেইজিংয়ে বাংলাদেশের উপরাষ্ট্রদূত পদে বদলি করা হয়েছে। আর নয়াদিল্লীতে ডেপুটি হাইকমিশনার হিসেবে আসছেন নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের মিনিস্টার এটিএম রকিবুল হক। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদকে কুনমিংয়ে কনসাল জেনারেল পদে বদলি করা হয়েছে। জকি ২০১৪ সালের নবেম্বরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে কলকাতায় যোগ দেন। এর আগে সেখানে একই পদে দায়িত্ব পালন করছিলেন আবিদা ইসলাম। সাধারণত কোন নিয়োগে ফরেন সার্ভিস কর্মকর্তারা তিন বছর পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন। জকি আহাদকে সেই হিসেবে কিছুটা আগে বদলি করা হয়েছে। তবে কী কারণে এটা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তিনি কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল দাউদ আলীর স্থলাভিষিক্ত হবেন। এদিকে দাউদ আলীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর তৌফিক হাসানকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক রাহাত বিন জামানকে অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সিলর পদে নিয়োগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন মিশনে কর্মকর্তাদের রদবদল একটি সাধারণ প্রক্রিয়া। সাধারণ মিশনগুলোতে গতি আনতেই এই ধরনের রদবদল করা হয়ে থাকে।
×