ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে নেত্রকোনা যাচ্ছেন ১৮ মে

প্রকাশিত: ০৫:৫১, ৮ মে ২০১৭

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে নেত্রকোনা  যাচ্ছেন  ১৮ মে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ মে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ মে বৃহস্পতিবার নেত্রকোনার হাওড়দ্বীপ খ্যাত খালিয়াজুরি উপজেলার অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন এবং নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান রবিবার জনকণ্ঠকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন। আহমদ হোসেন জানান, ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে খালিয়াজুরি উপজেলা সদরে যাবেন। তিনি অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া তিনি সুধীজনদের সঙ্গেও মতবিনিময় করবেন। আহমদ হোসেন আরও জানান, প্রধানমন্ত্রীর খালিয়াজুরি সফরের ব্যাপারে আপাতত এটুকু সিদ্ধান্তই চূড়ান্ত। বাদ বাকি বিষয়গুলোও আজকালের মধ্যে চূড়ান্ত করা হবে। খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার জানান, খালিয়াজুরিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এটিই হবে প্রথম সফর। এর আগে আওয়ামী লীগের কোন সরকারপ্রধান খালিয়াজুরিতে যাননি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের খবর অকাল বন্যা দুর্গত খালিয়াজুরি উপজেলাবাসীকে আনন্দিত করেছে। তার সফরকে সামনে রেখে আগামী ১১ মে বেলা ১১টায় স্থানীয় কলেজ মাঠে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের সভা আহ্বান করা হয়েছে। জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট অকাল বন্যায় হাওড়দ্বীপ খালিয়াজুরি উপজেলার ৮৯টি ছোট-বড় হাওড়ের ২০ হাজার ৭০ হেক্টর জমির শতভাগ তলিয়ে গেছে। ওই উপজেলার একজন কৃষকের গোলায়ও এক ছটাক ধান ওঠেনি। এতে অন্তত ৩০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া হাওড়ের মাছের মড়কে মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত পাঁচ হাজার। প্রসঙ্গত, এর আগে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিয়াজুরির পার্শ্ববর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিদর্শন এবং বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
×