ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর নামে লিজ বাতিল দাবি

প্রকাশিত: ০৪:০৬, ৮ মে ২০১৭

সাবেক প্রতিমন্ত্রীর  স্ত্রীর নামে লিজ  বাতিল দাবি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, যারা ১০ একরের বেশি চিংড়িজমি লিজ নিয়েছে সেগুলো বাতিল করা হবে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত ‘চিংড়ি মহাল কমিটি’র সভায় এ কথা বলেন তিনি। জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, হাজী মোহাম্মদ ইলিয়াস, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সালাউদ্দিন আহমেদ, রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসের। ভূমি প্রতিমন্ত্রী বলেন, দ্রুত চিংড়ি মহালের সমস্যা সমাধানে টাস্কফোর্স কমিটি গঠন এবং এ টাস্কফোর্স কমিটির মাধ্যমে সব সমস্যা সমাধান করে ৩০ দিনের মন্ত্রণালয়ে রিপোর্ট দিতে হবে। সভায় তিনি চকরিয়ার চিংড়ি জোনের নিরাপত্তার জন্য নতুন একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করতে পুলিশকে নির্দেশ দেন। সভায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াস বলেন, চকরিয়ায় বিএনপি সরকারের আমলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিনের স্ত্রীর নামে এক শ‘ একর জমি লিজ দেয়া হয়েছিল। সেগুলো কুক্ষিগত থেকে গেছে। এগুলো উদ্ধারে ব্যবস্থা নেয়া জরুরী।
×