ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান এ্যাওয়ার্ড পেলেন শচীন

প্রকাশিত: ০৮:২৫, ৭ মে ২০১৭

এশিয়ান এ্যাওয়ার্ড পেলেন শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এশিয়ান এ্যাওয়ার্ড-২০১৭’ পেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকর। ব্রিটেন ভিত্তিক প্রতিষ্ঠান থেকে দেয়া এ পুরস্কার এশিয়ানদের জন্য অন্যতম সেরা সম্মাননা। ২০১০ সাল থেকে চালু এ পুরস্কারের জন্য মোট ১২টি বিভাগের সফল ব্যক্তিত্বকে নির্বাচন করা হয়। শিল্প-সাহিত্য, বিজ্ঞান-সিনেমার সঙ্গে আছে স্পোর্টসও। যা ‘অনারিং এশিয়ান এক্সিলেন্সি’ নামেও পরিচিত। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের পার্কলিন হিল্টনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শচীন ও অন্যদের হাতে পুরস্কার তুলে দেন পাকিস্তানী বংশোদ্ভূত লন্ডন মেয়র সাদিক খান। গ্রেট ব্রিটেনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ এশিয়ান কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। ৪৪ বছর বয়সী শচীনকে ভারত, এশিয়া তো বটেই, গোটা বিশ্বের হাজারও তরুণের স্বপ্নপুরুষ বলে উল্লেখ করা হয়। ক্রিকেটের অনেক রেকর্ডই এ মাস্টার-ব্যাটসম্যানের দখলে। যার মধ্যে আছে টেস্ট, ওয়ানডেতে সবচেয়ে বেশি রান, বেশি সেঞ্চুরি, বেশি ম্যাচ, আরও অনেক কিছু। ২০১৩ সালের নবেম্বরে অবসর নিলেও শচীন এখনও সমান জনপ্রিয়। আত্মজীবনীর পর সম্প্রতি তার জীবন নিয়ে সিনেমা মুক্তি পায়। পেপসি-ফেরারিসহ বড় সব বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে সমান চাহিদা তার। শচীনকে পুরস্কৃত করতে পেরে এশিয়ান এ্যাওয়ার্ড কমিটি দারুণ খুশি।
×